কলকাতার মেট্রো যাত্রীরা পাচ্ছেন নতুন সুবিধা: বাড়ছে ট্রেন সংখ্যা ও পরিষেবা সময়

কলকাতার মেট্রো যাত্রীরা পাচ্ছেন নতুন সুবিধা: বাড়ছে ট্রেন সংখ্যা ও পরিষেবা সময়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – আগামী সোমবার, ১১ আগস্ট থেকে কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। মেট্রো কর্তৃপক্ষ শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে এবং পরিষেবার সময় আগাতে শুরু করবে।

গ্রিন লাইন ১ রুটে, শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত, দুইটি অতিরিক্ত ট্রেন যুক্ত করা হবে। এর ফলে আপ ও ডাউন মিলিয়ে চলবে মোট ১০৮টি মেট্রো, যেখানে আগে ছিল ১০৬টি। পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৩৫ মিনিটে, যা আগে ছিল সকাল ৬টা ৫৫ মিনিট। শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬:৩৫-এ এবং সল্টলেক থেকে ৬:৪০-এ। রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। রবিবার এই রুটে পরিষেবা বন্ধ থাকবে।

গ্রিন লাইন ২ রুটে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, বর্তমানে ১৩০টি মেট্রো চললেও সোমবার থেকে তা বাড়িয়ে ১৩৪টি করা হবে। পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে, আগের থেকে আধা ঘণ্টা আগে। হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড উভয় দিক থেকেই প্রথম মেট্রো ৬:৩০-এ ছাড়বে। রাত ৯:৪৫-এ শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। এই রুটে রবিবার পরিষেবা চলবে।

পার্পল লাইন, জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত, ট্রেন সংখ্যা ৭২ থেকে বেড়ে ৮০টি হবে। পরিষেবা শুরু হবে আগেভাগে; জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬:৫০-এ এবং মাঝেরহাট থেকে ৭:১৪-এ। শেষ মেট্রোর সময়ও কিছুটা বাড়ানো হয়েছে, জোকা থেকে ৮:৩৬ এবং মাঝেরহাট থেকে ৮:৫৭ পর্যন্ত। তবে, এই রুটে শনিবার ও রবিবার পরিষেবা বন্ধ থাকবে।

এই পরিবর্তনের ফলে যাত্রীদের ভিড় সামলানো এবং দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা প্রকাশ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top