বেশ কিছুদিন ধরেই কলকাতা সহ বিভিন্ন জেলায় দেখা দেয় ভ্যাকসিন এর চরম সংকট। তবে পরবর্তীতে বেশকিছু কোভ্যাক্সিন এর ডোজ আসে রাজ্যে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী। কিন্তু কোভিশিল্ড-এর পর্যাপ্ত ডোজ না থাকায়, জেলায় জেলায় বন্ধ হয়ে যায় কোভিশিল্ডের টিকাকরণ। যার ফলে আবারও রাজ্যজুড়ে দেখা যায় ভ্যাকসিনের চরম হাহাকার। রাজ্য জুড়ে চলতে থাকে ভ্যাকসিন ভোগান্তি।
তবে সম্প্রতি রাজ্যবাসীর জন্য খুশির খবর পাওয়া গেলো। রাজ্যে এলো আরও ৩ লক্ষ ৫৬ হাজার কোভিশিল্ড। অন্যদিকে আবারও ১ লক্ষ ডোজ কোভ্যাক্সিন পাঠাল কেন্দ্র। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, যদিও এই পরিমাণ টিকা পর্যাপ্ত নয়। চাহিদার তুলনায় ভ্যাকসিন অনেকটাই কম। তবে আরও কিছুদিন টিকাকরণ চালানো যাবে বলে দাবি রাজ্যের।
শনিবার থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় নোটিস দিয়ে কোভিশিল্ডের আকালের কথা জানিয়ে দেওয়া হয়। এদিকে টিকা নিতে এসে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও, চরম ভোগান্তির স্বীকার হতে হয়। তবে বেশ কিছুটা ডোজ আসাতে টিকার হাহাকার কিছুটা মিটবে বলে আশা রাজ্য স্বাস্থ্য দফতরের। আপাতত এই টিকার ডোজগুলি বাগবাজারে সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে মজুত করা হয়েছে।