কলকাতায় প্রথম মঞ্চস্থ হতে চলেছে ‘কাননবালা থেকে কাননদেবী’

কলকাতায় প্রথম মঞ্চস্থ হতে চলেছে ‘কাননবালা থেকে কাননদেবী’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতায় প্রথম মঞ্চস্থ হতে চলেছে ‘কাননবালা থেকে কাননদেবী’। মুম্বই থেকে শুরু হয়েছিল ‘কাননবালা থেকে কাননদেবী’-র পথ চলা। এবার শহর কলকাতায়। এই প্রথমবার মঞ্চস্থ হচ্ছে ২ ঘন্টা ১৫ মিনিটের এই নাটক। নাটকের নাম ‘কাননবালা থেকে কাননদেবী’। নাটকটির কাহিনী এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন মুম্বাইয়ের প্রবাসী বাঙালী লাকি মুখার্জী।

 

এই নাটকটিতে অভিনয় করছেন মূম্বাইয়ের ২৬ জন মহিলা শিল্পী সমেত ৫৩ জন অপেশাদার শিল্পী। এই নাটকে, বাংলা ছবি ও সঙ্গীতের প্রথম মহিলা সুপারস্টার কাননদেবীর ৯ বছর থেকে ৭৬ বছর বয়স পর্যন্ত জীবনের নানান দিক তুলে ধরা হবে।

 

নাটকটিতে মঞ্চে দেখা যাবে প্রমথেশ বড়ুয়া, পঙ্কজ মল্লিক, কে এল সায়গল, সুচিত্রা সেন সহ বিগত দিনের সূপরিচিতা মলিনা দেবী, সরযূবালা, রেনুকা দেবী, অনুভা গুপ্তা, মন্জু দে-র চরিত্রে অভিনয় করতে শিল্পীদের।‌ আগামী ৫ ও ৬ নভেম্বর একাডেমী অফ ফাইন আর্টস এবং মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হবে ‘কাননবালা থেকে কাননদেবী’ নাটকটি। মুম্বাইয়ের ৪৩ বছরের প্রবাসীদের বাংলা নাট্য গোষ্ঠী ‘আনন্দম’।

আরও পড়ুন – দেওয়াল কেটে ব্যাঙ্কে চুরি, এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উঠছে একাধিক প্রশ্ন

যাদের পথ চলা শুরু ১৯৭৯ সালে। আজ প্রায় ৩৫ বছর অতিক্রান্ত। উল্লেখ্য, গত ১২ বছরে ক্যানসার রোগাক্রান্তদের সাহায্যার্থে ১ কোটি ৬ লক্ষ টাকা অনুদান হিসেবে নাটক মঞ্চস্থ করে অর্জিত অর্থ তুলে দিয়েছে এই নাট্য গোষ্ঠী রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, টাটা ক্যানসার হাসপাতাল প্রভৃতি রেজিস্টার্ড সংস্থার মাধ্যমে। এবারও তাদের একই প্রয়াস। কলকাতায় প্রথমার হতে চলা নাটক ‘কাননবালা থেকে কাননদেবী’-র টিকিট বিক্রির প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে ক্যানসার রোগাক্রান্তদের সাহায্যার্থে। এমনই জানালেন নাটকের পরিচালক লাকি মুখার্জী।

 

উল্লেখ্য , ১৯৯৯ সালে অভিনেতা পরিচালক লাকি মুখার্জীর স্ত্রী তনুশ্রী মুখার্জী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই মুম্বাইয়ে গড়ে ওঠা প্রবাসীদের বাংলা নাট্য গোষ্ঠী ‘আনন্দম’-এর এই অভিনব সিদ্ধান্ত। নাটক থেকে উপার্জিত অর্থ তুলে দেওয়া হবে ক্যানসার রোগাক্রান্তদের সাহায্যার্থে। আগামী মাসের ১ তারিখ ৫৩ জন অপেশাদার শিল্পী আসছেন শহর কলকাতায়। পরিচালক সহ আনন্দম-এর সবাই আত্মবিশ্বাসী মুম্বাইয়ের মত তাঁরা কলকাতার নাটক প্রিয় দর্শকদের মন জয় করতে পারবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top