
নিজস্ব সংবাদাতা, কলকাতা :- কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। আজ সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়। একই সঙ্গে রাজ্য সরকার জানিয়ে দেয় পূর্ব ঘোষণা মাফিক সেপ্টেম্বর মাসের তিনটি সম্পূর্ণ লকডাউন বজায় থাকবে। এর আগে কেন্দ্রীয় সরকার ১ সেপ্টেম্বর থেকে আনলক-৪ ঘোষণার পাশাপাশি নির্দেশ দিয়েছিল, কন্টেনমেন্ট জোনের বাইরে কোনও রাজ্য পূর্ণ লকডাউন ঘোষণা করতে পারবে না। তার ফলে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার ঘোষিত তিনটি লকডাউন আদৌ হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আজ রাজ্য প্রশাসন জানিয়ে দেয় পূর্ব ঘোষিত ৭, ১১ এবং ১২ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউন বজায় থাকবে।৭ সেপ্টেম্বর লকডাউন থাকায় কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে।



















