কলকাতায় ১২-১৮ বছরের ওপর শিশুদের জন্য শুরু হচ্ছে ভ্যাক্সিনেশন ট্রায়াল

কলকাতায় ১২-১৮ বছরের ওপর শিশুদের জন্য শুরু হচ্ছে ভ্যাক্সিনেশন ট্রায়াল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৫ জুন ২০২১ : কলকাতায় ১২-১৮ বছরের ওপর শিশুদের জন্য শুরু হল ভ্যাক্সিনেশন ট্রায়াল।
Zycov D vaccine-র ট্রায়াল শুরু হচ্ছে কলকাতায়।ক্যাডিলার তৈরি কোভিড ভ্যাকসিন Zycov D। ১২ থেকে ১৮ বছরের কিশোর কিশোরীদের মধ্যে ট্রায়াল রান চালানো হবে। জাইডাস-ক্যাডিলা সংস্থার ভ্যাকসিন দিয়ে হবে এই ট্রায়াল। চলতি সপ্তাহের শেষেই শুরু হবে এই ক্লিনিক্যাল ট্রায়াল।এই প্রথম এই ভ্যাকসিনের ট্রায়াল রান শুরু হচ্ছে কলকাতায়। পাশাপাশি দেশের বিভিন্ন শহরেও এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মোট ১৫০০ জন অংশগহ্রণ করছে এই ট্রায়াল রানে। যার মধ্যে কলকাতায় ১০০ জনের শরীরে প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে এই ট্রায়াল রান চলবে। Zycov D vaccine-র ট্রায়াল রান অন্যান্য কোভিড ভ্যাকসিনের ট্রায়াল রানের থেকে অন্যতম। কারণ প্রায় ২৮ হাজারের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করে দেখা হবে। ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথের তরফে জানা গিয়েছে, তাদের কাছে আগামী ১৭ তারিখ ভ্যাকসিন এসে পৌঁছবে।এবং এরপরেই ট্রায়াল রান শুরু করা হবে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top