কলকাতা থেকে বাড়ী ফেরার পথে গনধর্ষনের শিকার হলো এক গৃহবধূ

কলকাতা থেকে বাড়ী ফেরার পথে গনধর্ষনের শিকার হলো এক গৃহবধূ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,জয়নগর, ১লা মে : কাজ সেরে কলকাতা থেকে বাড়ী ফেরার পথে গনধর্ষনের শিকার হলো এক গৃহবধূ । ঘটনাটি ঘটেছে জয়নগর থানার বহরু ষ্টেশন সংলগ্ন এলাকায়। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই যুবক ।
অন্যান্য দিনের মতো কলকাতা থেকে কাজ সেরে ডাউন কাকদ্বীপ লোক্যাল ট্রেনে চেপে বাড়ী ফিরছিলো বহরু অঞ্চলের উত্তরপাড়া নীচ গ্রামের এক গৃহবধূ । ট্রেন লেট থাকায় বহরু ষ্টেশনে রাত ১০,৩০ টায় নামে ঐ গৃহবধূ । তারপর এলাকার এক মহিলার সাথে পায়ে হেঁটে বাড়ী ফেরার সময় অন্ধকার রাস্তায় তাদের পথ আটকে দাঁড়ায় তিন যুবক । ঐ গৃহবধূর সঙ্গী পালাতে সক্ষম হলে ও তিন যুবকের হাত থেকে রেহাই পায় নি সে । টেনে হিচড়ে তাকে একটি সবেদা বাগানের মধ্যে নিয়ে যায় তিন যুবক এবং তারপর একে একে গণধর্ষন করে তাকে , এমনটাই অভিযোগ ঐ গৃহবধূর ।ইতিমধ্যে তার সঙ্গীনী গ্রামের মানুষকে সব কথা জানালে রাতেই তারা ছুটে আসে এলাকায় ততক্ষনে তিন যুবক ঐ গৃহবধুকে ফেলে রেখে পালিয়ে যায় । স্থানীয়রা সবেদা বাগান থেকে গৃহবধূকে উদ্ধার করে পদ্মের হাট গ্রামীন হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার পর জয়নগর থানায় ঐ তিন যুবকের নামে অভিযোগ করে । অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ অভিযুক্ত রাজেশ খান ও শাহিল হালদার নামে দুই যুবককে গ্রেফতার করে । তাদের জেরা করে রোইচ লস্কর নামে আরো এক যুবকের নাম জানতে পারে পুলিশ , তবে ঘটনার পর থেকে পলাতক রোইচ লস্কর । পুলিশ তাকে খুঁজছে । আজ ধৃত দুজনকে বারুইপুর আদালতে তোলা হবে । ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো এবং কারা কারা এই ঘটনার সাথে যুক্ত সেব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top