নিজস্ব সংবাদদাতা,জয়নগর, ১লা মে : কাজ সেরে কলকাতা থেকে বাড়ী ফেরার পথে গনধর্ষনের শিকার হলো এক গৃহবধূ । ঘটনাটি ঘটেছে জয়নগর থানার বহরু ষ্টেশন সংলগ্ন এলাকায়। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই যুবক ।
অন্যান্য দিনের মতো কলকাতা থেকে কাজ সেরে ডাউন কাকদ্বীপ লোক্যাল ট্রেনে চেপে বাড়ী ফিরছিলো বহরু অঞ্চলের উত্তরপাড়া নীচ গ্রামের এক গৃহবধূ । ট্রেন লেট থাকায় বহরু ষ্টেশনে রাত ১০,৩০ টায় নামে ঐ গৃহবধূ । তারপর এলাকার এক মহিলার সাথে পায়ে হেঁটে বাড়ী ফেরার সময় অন্ধকার রাস্তায় তাদের পথ আটকে দাঁড়ায় তিন যুবক । ঐ গৃহবধূর সঙ্গী পালাতে সক্ষম হলে ও তিন যুবকের হাত থেকে রেহাই পায় নি সে । টেনে হিচড়ে তাকে একটি সবেদা বাগানের মধ্যে নিয়ে যায় তিন যুবক এবং তারপর একে একে গণধর্ষন করে তাকে , এমনটাই অভিযোগ ঐ গৃহবধূর ।ইতিমধ্যে তার সঙ্গীনী গ্রামের মানুষকে সব কথা জানালে রাতেই তারা ছুটে আসে এলাকায় ততক্ষনে তিন যুবক ঐ গৃহবধুকে ফেলে রেখে পালিয়ে যায় । স্থানীয়রা সবেদা বাগান থেকে গৃহবধূকে উদ্ধার করে পদ্মের হাট গ্রামীন হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার পর জয়নগর থানায় ঐ তিন যুবকের নামে অভিযোগ করে । অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ অভিযুক্ত রাজেশ খান ও শাহিল হালদার নামে দুই যুবককে গ্রেফতার করে । তাদের জেরা করে রোইচ লস্কর নামে আরো এক যুবকের নাম জানতে পারে পুলিশ , তবে ঘটনার পর থেকে পলাতক রোইচ লস্কর । পুলিশ তাকে খুঁজছে । আজ ধৃত দুজনকে বারুইপুর আদালতে তোলা হবে । ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো এবং কারা কারা এই ঘটনার সাথে যুক্ত সেব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ।
কলকাতা থেকে বাড়ী ফেরার পথে গনধর্ষনের শিকার হলো এক গৃহবধূ
কলকাতা থেকে বাড়ী ফেরার পথে গনধর্ষনের শিকার হলো এক গৃহবধূ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram