কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডে হুরমুর করে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। রাত সাড়ে নটা নাগাদ পাটুলির গাজীপুর এলাকায় প্রায় ৩০ বছরের পুরনো এই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। দুজন আটকে ছিলেন। মধ্যে একজন পল্টু দাস গুরুতর আহত হয়েছেন। আরেকজনের চোট সামান্য। পল্টু দাস কে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মূলত এলাকায় জলের চাপ বাড়ানোর জন্যই স্থানীয়ভাবে জল সরবরাহ করা হতো এই জলের ট্যাঙ্ক থেকে। ১৫ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন এই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় স্থানীয় এলাকায় আগামীকাল সকালে জল সংকট দেখা দিতে পারে। এলাকায় পৌঁছেছেন বিধায়ক দেবব্রত মজুমদার, বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী এবং ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মন্ডল।
আরও পড়ুন – খাদ্য দপ্তরে এস আই পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
এলাকায় পুলিশবাহিনী কলকাতা পুলিশের ডিএমজি এবং দমকল বাহিনী পৌঁছেছে। সরিয়ে উদ্ধার করে পল্টু দাসকে হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর দীর্ঘদিনের এই জলের ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল কেএমডিএ। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্ঘমিত্রা চৌধুরী অভিযোগ করেন রক্ষণাবেক্ষণের অভাবের ফলেই এভাবে ভেঙে পড়েছে প্রয়োজনীয় জলের ট্যাঙ্ক। পুরসভা ও কেন্দ্রের গাফিলতিতেই এই পরিণতি।
ইতিমধ্যে পৌঁছে গেছেন এলাকার বিধায়ক দেবব্রত মজুমদার এবং পুরসভার নেতৃত্ব। প্রাথমিকভাবে ধ্বংসস্তূপ সরিয়ে দেখা হচ্ছে আর কেউ চাপা পড়ে আছে কিনা। আগামীকাল সকাল থেকে যাতে জল সরবরাহে কোন অসুবিধা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা করছে পুরো কর্তৃপক্ষ জানালেন ১১ নম্বর বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। আগামী কাল সকালে গাড়ি পাঠিয়ে স্থানীয় এলাকায় জল সরবরাহ করা হবে বলে তিনি জানান। কলকাতা পুরসভার