কলকাতা পুলিশের তরফ থেকে চালু হল ড্রাইভ বাই ভ্যাকসিনেশন

কলকাতা পুলিশের তরফ থেকে চালু হল ড্রাইভ বাই ভ্যাকসিনেশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৯জুন ২০২১:- শহর কলকাতায় করোনা সংক্রমণ প্রতিরোধে এবার রাস্তায় নামল কলকাতা পুলিশ। এদিন কলকাতা পুলিশ ও বেসরকারি (আমরি) হাসপাতাল এর যৌথ উদ্যোগে, পূর্ব ভারতে এই প্রথম ” ড্রাইভ বাই ভ্যাকসিনেশন ” বা রাস্তায় নেমে টিকাকরণ এর কাজের শুভ সূচনা করলেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র।

প্রথম পর্যায়ে ইস্টবেঙ্গল ক্লাব, ময়দান টেনটের রাস্তায় প্রথম পর্যায়ের এই উদ্যোগের শুভ সূচনা করেন তিনি। প্রতিদিন ৪০০ মানুষকে টিকাকরণ এর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলেও এ দিন জানান নগরপাল। সবদিক ঠিকঠাক থাকলে শহর কলকাতায় আরো তিনটি জায়গা থেকে এ ধরনের ভ্যাক্সিনেশন ক্যাম্প আগামী দিনে চালানো হবে বলেও জানান সৌমেন বাবু।

বাইট,, সৌমেন মিত্র:- কলকাতা পুলিশের নগরপাল▪👇🏻

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top