কলকাতা পুলিসকে ভাবিয়ে তুলেছে স্কিমিং চক্র

কলকাতা পুলিসকে ভাবিয়ে তুলেছে স্কিমিং চক্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা পুলিসকে ভাবিয়ে তুলেছে স্কিমিং চক্র। রবিবারই কসবার বকুলতলা মোড়ে একটি এটিএম-এ একটি ডিভাইস খুঁজে পাওয়া গিয়েছে । সেটিকে স্কিমার বলে সন্দেহ করা হচ্ছে। এরমধ্যেই আরও চিন্তার কারণ রয়েছে এটিএম ব্যবহারকারীদের।শহরের কমপক্ষে ৬০০ গ্রাহক ‌যারা এপিল থেকে জুলাইয়ের মধ্যে গোলপার্কের কানাড়া ব্যাঙ্কের এটিএম ব্যবহার করেছিলেন তাদের আতঙ্ক এখনই কাটছে না।

 

RECOMMENDED FOR YOU.....