কলকাতা প্রিমিয়ার লিগে বদলার ম্যাচে ইস্টবেঙ্গলের জয়, ডায়মন্ড হারবারকে হারাল ৩-১ গোলে

কলকাতা প্রিমিয়ার লিগে বদলার ম্যাচে ইস্টবেঙ্গলের জয়, ডায়মন্ড হারবারকে হারাল ৩-১ গোলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে দুরন্ত ছন্দ বজায় রাখল ইস্টবেঙ্গল। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে শতাব্দী প্রাচীন লাল-হলুদ শিবির ৩-১ গোলে হারাল ডায়মন্ড হারবার এফসিকে। এই জয়ে শুধু শিরোপার দৌড়ে আরও একধাপ এগোল বিনো জর্জের দল নয়, বরং কয়েকদিন আগে ডুরান্ড কাপ সেমিফাইনালে ডায়মন্ড হারবারের কাছে হারের মধুর বদলাও নিল সায়ন-বিষ্ণুরা (Kolkata League)।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে চলতে থাকে দারুণ টক্কর। ২৩ মিনিটে আমন সিকের পাস থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মিজো স্ট্রাইকার ডেভিড লালহানসাঙ্গা। প্রথমার্ধে আর কোনও গোল না হলেও, বিরতির পর আক্রমণ আরও তীব্র হয়। ডায়মন্ড হারবারের জবি জাস্টিন একাধিকবার সুযোগ তৈরি করলেও লাল-হলুদ গোলকিপার দেবজিৎ মজুমদারের অসাধারণ সেভে ভরসা রাখে ইস্টবেঙ্গল।

৭৪ মিনিটে পবনের গোলে সমতায় ফেরে ডায়মন্ড হারবার। তবে আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিটখানেকের মধ্যেই গোল করে ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন জেসিন টিকে। অতিরিক্ত সময়ে আবারও গোল করে দলের জয় সুনিশ্চিত করেন জেসিন। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে কলকাতা লিগে অপরাজিত ধারাই বজায় রাখে মশালবাহিনী (Kolkata League)।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top