নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ ডিসেম্বর, ভারতের মহান ব্যক্তিত্বের কর্মকৃষ্টি ও বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জানাতে আজ প্রেস ক্লাবে আয়োজিত হল ‘ইন্ডিয়ান এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০১৯’। রিপোটার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট এবং বাংলা একনজর সংবাদপত্রের সহযোগিতায় আয়োজিত হল দ্বিতীয় বর্ষের এই অনুষ্ঠান। যেখানে রৌপ পদক দ্বারা সম্মানিত হলেন বিশিষ্ট বাণিজ্যিক উদ্যোক্তা এবং সমাজকর্মী শ্রী সন্তু সিনহা মহাশয়।
দেশের বিভিন্ন কৃতি কর্মদ্দোগী সমাজপ্রেমী ব্যক্তিবর্গকে এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। এবছর এই অনুষ্ঠান দ্বিতীয় বর্ষে পদার্পন করল। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন লায়েন্স ইন্টারন্যাশনাল আর্ট এন্ড কালচারাল-এর প্রেসিডেন্ট অমরেশ রায়, চেয়ারম্যান ডা: গোপাল চন্দ্র সিনহা, সাইন টিভি-র কর্ণধার সন্তু সিনহা, সভাপতি অনিল কুমার দাস, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক বিজয় যোধনী, নিউজ ২৮-এর সম্পাদক উমেশ রায় এবং আজকের প্রমিত-র সম্পাদক সুখেন মন্ডল।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার মন্ডল। তিনি বলেন,” এই ভাবেই এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন। যেখানে সমাজ প্রেমী ও মহান ব্যক্তি যাঁরা কর্মের দ্বারা এক সুন্দর সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন, তাঁদের একনিষ্ঠ প্রয়াসকে সম্মানিত করতে এই অনুষ্ঠানের আয়োজন”।এদিন প্রেস ক্লাবে পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে রৌপ পদক ও চারজনকে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। যেখানে রৌপ পদক দ্বারা সম্মানিত করা হয় সাইন টিভি-র কর্ণধার সন্তু সিনহা মহাশয়কে, যিনি একাধারে বাণিজ্যিক উদ্যোক্তা ও সমাজকর্মী।
অনুষ্ঠানে সম্মানিত হয়ে আপ্লুত সন্তু সিনহা মহাশয় সংবাদমাধ্যমকে জানান, প্রতিবন্ধীরা চিরকালই সমাজে উপেক্ষিত তাই তাঁদের নিয়ে কাজ করার ইচ্ছাটা তাঁর অনেকদিনের। এর পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করে তোলাতেও আত্মবিশ্বাসী তিনি এবং তাঁদের নিয়েই সন্তু সিনহা-র NGO ‘আশ্রয়’, যা কিনা ভবিষ্যতে সমাজের এক অন্যতম দৃষ্টান্ত হয়ে উঠবে বলেই তাঁর বিশ্বাস।