কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য! ইন্টারন্যাশনাল ট্রানজি টার্মিনালের কাঁচ ভেঙে পালানোর চেষ্টা বাংলাদেশি যুবকের

কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য! ইন্টারন্যাশনাল ট্রানজি টার্মিনালের কাঁচ ভেঙে পালানোর চেষ্টা বাংলাদেশি যুবকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – শুক্রবার দুপুরে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল অভাবনীয় ঘটনা। ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতা আসা ২৫ বছর বয়সি বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল হঠাৎই ট্রানজি লাউঞ্জের কাঁচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যে সিআইএসএফ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেয়। বিধাননগর পুলিশ ইতিমধ্যেই আশরাফুলকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা আশরাফুল কাজের সূত্রে সিঙ্গাপুরে থাকেন। সেদিন কলকাতা থেকে ঢাকায় ফেরার কথা ছিল তার। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথা বলতে শোনা যায় তাকে। জানা গেছে, ধৃত যুবক দাবি করেছে— আল্লাহ তাকে বলেছেন সূর্যের আলো তার ক্ষমতা বাড়াবে। তার পরই এই অদ্ভুত কাণ্ড ঘটানোর চেষ্টা করে আশরাফুল।

এ ঘটনায় বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তার খুঁত নিয়ে প্রশ্ন উঠছে। তবে সিআইএসএফের তৎপরতায় বড় কোনও বিপদ এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top