কলকাতা – ৯ই মে সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে জারি হয়েছে হাই অ্যালার্ট ।সমস্ত সিআই এসএফ জোয়ানদের সতর্ক থাকতে বলা হচ্ছে যাত্রী সুরক্ষায় ।যেহেতু আমাদের হসপিটাল একদমই এয়ারপোর্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে তাছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর কিছু নির্দেশ জারি করেছে যেমন সার্জেন অর্থোপেডিশন বান বিশেষজ্ঞদের বিশেষজ্ঞদের তালিকা প্রস্তুত রাখতে ,আইসিইউ এর সংখ্যা বাড়াতে, অপারেশন ভেন্টিলেটর অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রাখতে ,জেনারেটর সেটের প্রস্তুতি পরীক্ষা এবং তার সময় মতন ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে সবটাই আমরা মাথায় রেখে প্রস্তুত ।রোগী সুরক্ষায় চলমান উত্তেজনার আবহে আকাশ হামলার আশঙ্কায় উদ্বেগে আমাদের এই উদ্যোগ ।হসপিটাল কে নিরাপদে রাখতে এই রেডক্রস ছাদে করা।
