নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ২৪ শে এপ্রিল :কলকাতা বিমানবন্দরে জেট এয়ারওয়েশ কর্মীদের প্রতিবাদ মিছিল
আজ সকালে জেট এয়ারওয়েজের বিমান চালক বিমান সেবিকা গ্রাউন্ড স্টাফ জেট এয়ারওয়েজের কর্মীরা তারা একটি রেলি করে এয়ারপোর্ট এর মধ্যে আগমনের থ্রি সি গেট থেকে প্রস্থানের 30 ই গেট পর্যন্ত এই মৌন মিছিল চলে মূলত তাদের দাবি অবিলম্বে তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া অবিলম্বে যে 7 টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় আট হাজার কোটি টাকা ঋণ মিটিয়ে অবিলম্বে সরকার যেন জেটের পরিষেবা চালু করে তার জন্যেই কলকাতা বিমানবন্দরে এই মৌন মিছিল করে জেট এয়ারওয়েজের পাইলটরা তাদের নিজস্ব মোট 16 টি বিমান আছে যার মধ্যে 7700 রহিং বিমান 10 টি