কলকাতা – রবিবার কলকাতার রাস্তায় অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ম্যারাথন। এই ম্যারাথনকে কেন্দ্র করে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে ট্রাফিক পুলিশ। ২১ ডিসেম্বর ভোর থেকেই এই বিধিনিষেধ কার্যকর হবে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। ছুটির সকালে যাঁরা বাইরে বেরোবেন, তাঁদের আগেভাগে বিকল্প রুট দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।
ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং জেএল নেহেরু রোডে মালবাহী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই সময়ের মধ্যে পণ্যবাহী গাড়িগুলিকে অন্য রুট ব্যবহার করতে হবে।
এছাড়াও সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনিন সরণি, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, বালিগঞ্জ সার্কুলার রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে ট্রাম পরিষেবা বন্ধ থাকবে। ফলে ওই সময় ট্রাম যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবস্থার উপর নির্ভর করতে হবে।
ম্যারাথনের দৌড়ের সময় ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের কিছু রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখা হবে এবং বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত বা ডাইভার্ট করা হবে। সেই সঙ্গে একাধিক বাস ও মিনিবাস রুটেও পরিবর্তন আনা হয়েছে, যাতে দৌড়ের সময়ে কোনও সমস্যা না হয় এবং নিরাপত্তা বজায় থাকে।
ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলাই শ্রেয়। বিশেষ প্রয়োজন হলে নির্দিষ্ট বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। যানজট এড়াতে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে শহরবাসীকে সহযোগিতার বার্তাও দিয়েছে কলকাতা পুলিশ।




















