কলকাতা – মঙ্গলবার কলকাতা লিগে ফের মাঠে নামছে ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ বেহালা স্পোর্টিং ক্লাব। আগের ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল লাল-হলুদের ব্রিগেড, ফলে এই ম্যাচের আগে কিছুটা চাপে রয়েছে তারা। তবে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং প্রস্তুতির ধরন দেখে মনে করা হচ্ছে, প্রথম একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।
গত ম্যাচে যিনি সকলের নজর কেড়েছিলেন তিনি হলেন তরুণ ফুটবলার আমান এসি। দারুণ গতি ও পজিশনিংয়ের মাধ্যমে তিনি দলের আক্রমণভাগে স্বচ্ছন্দ ছন্দ এনেছিলেন। তাই মঙ্গলবারের ম্যাচেও তার পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবে লাল-হলুদ সমর্থকরা। তার উপরেই অনেকাংশে নির্ভর করছে দলের আক্রমণভাগ।
ম্যাচ জিতে আগের পয়েন্ট খরা কাটিয়ে ওঠাই এখন প্রধান লক্ষ্য কোচিং স্টাফের। প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল হলেও ফুটবলের অঘটনের আশঙ্কা থাকেই, আর সেই কারণেই কোনো রকম ঢিলেমি ছাড়াই পুরো শক্তিশালী দল নিয়ে নামতে চাইছে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ: আদিত্য (গোলরক্ষক), জোসেফ, চাকু মান্ডি, মনোতোশ, সুমন, তন্ময়, নসিব, গুইতে, বিজয়, আমান এবং সায়ন।
এই ম্যাচ শুধু জয়ের লক্ষ্যে নয়, আত্মবিশ্বাস ফেরানোর দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল-হলুদের জন্য। সব চোখ এখন মঙ্গলবারের ম্যাচে—দেখা যাক, পয়েন্ট টেবিলে ঘুরে দাঁড়াতে পারে কি না ইস্টবেঙ্গল।
