নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ২২ অক্টোবর, ২০২০: বৃহস্পতিবার কলকাতা ‘শ্রী’ ২০২০ সালের বিজয়ী ৫৫টি পুজো কমিটির তালিকা ঘোষণা করল কলকাতা পুরসভা।
এ দিন কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর প্রধান তথা চেয়ারম্যান ফিরহাদ হাকিম বিজয়ী তালিকাদের নাম ঘোষণা করেন।
সেরার সেরা সমাজ কল্যান পুজোর তালিকায় রয়েছে, কাশী বোস লেন দুর্গা পূজা কমিটি, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, নাকতলা উদয়ন সঙ্ঘ, সুরুচি সঙ্ঘ। সেরা সমাজ কল্যাণ পুজোর তালিকায় রয়েছে, রাজডাঙা নব উদয়ন সঙ্ঘ, বড়িশা ক্লাব, হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি, টালা পার্ক প্রত্যয়।সেরা সুরক্ষিত পুজোর তালিকায় রয়েছে, বেলেঘাটা ৩৩ নম্বর পল্লীবাসীবৃন্দ, চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব, অজেয় সংহতি, বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সেরা সমাজকল্যাণ বিষয়:- বাদামতলা আষাঢ় সংঘ, কালীঘাট মিলন সংঘ, ২৫ পল্লী খিদিরপুর, শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসব সমিতি।সেরা সতর্কীকরণ বার্তা, আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি, টালা বারোয়ারি, দক্ষিণ কলকাতা সার্বজনীন দুর্গাপূজা প্রিয়নাথ মল্লিক রোড, সমাজসেবী সঙ্ঘ।সেরা পরিবেশে, বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি, চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি, খিদিরপুর পল্লী শারদীয়া, হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি।