কলকাতা সহ বিভিন্ন এলাকায় দেখা দিতে পারে পেট্রোল ও ডিজেলের আকাল। বুধবার থেকেই ধর্মঘটে সামিল হয়েছে ৫০০-র বেশি ট্রাক্টর। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, কলকাতা সহ নদীয়া জেলার একাংশে তীব্র তেল সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
ওয়েস্টবেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ইন্ডিয়ান ওয়েলের তরফ থেকে নতুন যে টেন্ডার ডাকা হয়েছে তাতে ট্রান্সপোর্ট রেট স্বাভাবিকের তুলনায় অনেকাংশে কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি লোকাল ভাড়া এক ধাক্কায় ২৮০০ টাকা থেকে কমিয়ে ২১০০ টাকা করা হয়েছে। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হলো ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন।
ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার চ্যাটার্জী জানান, প্রায় ৬০ টি চুক্তিবদ্ধ তেলবাহী ট্যাঙ্কারকে ইতিমধ্যেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ভাড়াও একলাফে অনেকটা কমিয়ে দেওয়ায়, সমস্যায় পড়তে হচ্ছে। দাবি না মানলে এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন রাজকুমার চ্যাটার্জী। অন্যদিকে আন্দোলন না উঠলে কলকাতা সহ রাজ্যের কয়েক জেলায় ব্যাপক তেল সংকটের আশঙ্কা করা হচ্ছে।