কলকাতা সেজে উঠল পিঙ্ক রঙের আমেজে

কলকাতা সেজে উঠল পিঙ্ক রঙের আমেজে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২২ নভেম্বর, কলকাতা,  ‘দ্যা সিটি অব জয়’- এই কলকাতা শহরকে অনেকেই ভালোবেসে তিলোত্তমা বলেও থাকেন। তবে এই এক সপ্তাহে ক্রিকেটের সৌজন্যে কলকাতার চারদিকের রঙ এবার কলকাতাকে ‘পিঙ্ক সিটি’ বলে আখ্যা দিতে চায়। আগামী এক সপ্তাহ জয়পুর নয়, কলকাতাই ভারতের ‘পিঙ্ক সিটি’। দিল্লি, রাজকোট, নাগপুর, ইন্দোর হয়ে অবশেষে কলকাতা এলেন সকল টাইগাররা।

গতকাল দুপুরেই কলকাতা এসে পৌঁছেছেন মমিনুল হকরা ও সকালে এসেছিলেন কোহলি।ইতিমধ্যে আজ ভারত ও বাংলাদেশের ম্যাচ দেখতে কলকাতার মাটিতে পা রাখলেন কপিল ও শচীন। এছারাও ভেঙ্কটেশ প্রাসাদ, শেখ হাসিনাও এসে পৌঁছেছেন। ধীরে ধীরে সকলেই পা রাখছেন ইডেনের মাটিতে। শহরে্র ২১ টি জায়গায় গোলাপি বলের বিলবোর্ড ও হোডিং লাগানো হয়েছে, সাথে ইডেনও সেজে উঠেছে গোলাপি আলোয়। ‘The 42’ কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং, শহীদমিনার, টাটা সেন্টার, ফেরিঘাট, হওড়া ব্রিজ সমস্ত কিছুই পিঙ্ক রঙে সেজে উঠেছে। পিঙ্ক বল আকৃতির মিষ্টিও বাজারে নিয়ে এসেছে রিষরার ফেলু মোদক নামে এক বিখ্যাত মিষ্টির দোকান, যা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আমরা সকলেই খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষায় আছি ভারতের এই প্রথম Day Night Test ম্যাচের জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top