কলকাতা হাইকোর্টের সামনে কেরোসিন ঢেলে দুই মহিলার আত্মহত্যার চেষ্টা, ব্যাপক চাঞ্চল্য

কলকাতা হাইকোর্টের সামনে কেরোসিন ঢেলে দুই মহিলার আত্মহত্যার চেষ্টা, ব্যাপক চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সামনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া এলাকার দুই মহিলা বোতলে কেরোসিন তেল নিয়ে আদালতের সামনে এসে গায়ে ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দ্রুত উপস্থিত পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, ওই দুই মহিলা আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য। তাদের অভিযোগ, ২০১৪ সালে কো-অপারেটিভটি গঠিত হয় এবং ২০১৫ সালের নির্বাচনের পর থেকেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এ নিয়ে তারা হাইকোর্টে মামলা করেন। ডিভিশন বেঞ্চ নতুন ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও অভিযোগ, সমবায় কর্তৃপক্ষ সেই আদেশ মানেনি। পাশাপাশি, সমবায়টি উচ্চ সুদের প্রলোভন দিয়ে দীর্ঘদিন অর্থ সংগ্রহ করলেও টাকা ফেরত দেয়নি বলে দাবি করেন তারা।

মহিলাদের অভিযোগ, “ইলেকশন প্রসেস শুরুর আগেই আমাদের নাম বাদ দেওয়া হয়েছে, আমরা নমিনেশন জমা দিতে পারব না। বহুদিন ধরে অবিচারের শিকার হচ্ছি, তাই আর সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছি।”

আচমকাই আদালত চত্বরে ব্যাগ থেকে কেরোসিনের বোতল বের করে গায়ে ঢালতে শুরু করলে উপস্থিত আইনজীবী, সাধারণ মানুষ ও পুলিশ হতভম্ব হয়ে পড়েন। দ্রুত পুলিশ সদস্যরা ছুটে এসে তাদের আটকায় এবং হাসপাতালে নিয়ে যান। ঘটনাকে ঘিরে হাইকোর্টের বাইরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top