কলকাতা এবং শহরতলির জেলাগুলিতে ফের বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। কলকাতার দৈনিক সংক্রমণ শনিবার প্রায় ১৫০ ছুঁয়েছে। সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা তো আছেই, এদিন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, এমনকী নদিয়ার সংক্রমণও উর্ধ্বমুখী হয়েছে।
কলকাতায় তালমিলিয়ে বাড়ছে সক্রিয়ের সংখ্যাও। কলকাতায় সক্রিয়ের সংখ্যাও ১৩৫০ ছাড়িয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয় ১২০০-র সামান্য উপরে। বাকি চার জেলায় সক্রিয় ৫০০-র আশেপাশে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৬১।
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৪৯ জন। উত্তর ২৪ পরগনায় ১২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন ১২০-র উপরে।
আর ও পড়ুন আজ নগর বাউল জেমসের জন্মদিন
কলকাতার করোনা পরিসংখ্যান এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৬৮১২। এদিন কলকাতায় ১৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৭২ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১০৩৭৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৬১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩২ জন।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৫৫৩২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭২৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৯৫৮৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২১৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৯ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৯২৩২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬৯৭২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪ জন। হুগলিতে ৬৭ জন বেড়ে আক্রান্ত ৮৪৪৮৯ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ আলিপুরদুয়ারে ৬ জন, কোচবিহারে ১২ জন, দার্জিলিংয়ে ২২ জন, কালিম্পংয়ে ১২ জন, জলপাইগুড়িতে ২৫ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৫৪ জন, বীরভূমে ৪ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ১৮ জন, ঝাড়গ্রামে ৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৩ জন, পূর্ব মেদিনীপুরে ২৯ জন, পূর্ব বর্ধমানে ৩১ জন, পশ্চিম বর্ধমানে ১৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।