ভাইরাল – ভালবাসা যে বয়স মানে না, তার নতুন উদাহরণ মিলল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয়। ১৮ বছর বয়সি এক তরুণী বিয়ে করেছেন তাঁরই ৫৫ বছর বয়সি জামাইবাবুকে। ঘটনাটি ঘিরে তুমুল হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল ভিডিওটি প্রকাশ্যে এসেছে ‘মিডিয়ামাঞ্চ অফিসিয়াল’ নামের এক্স হ্যান্ডল থেকে, যা ইতিমধ্যেই হাজারো মানুষ দেখে ফেলেছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছোটবেলা থেকেই ওই তরুণীর যাতায়াত ছিল দিদি ও জামাইবাবুর সংসারে। সম্প্রতি দিদি অসুস্থ হয়ে পড়লে আরও বেশি সময় কাটাতে শুরু করেন তিনি জামাইবাবুর বাড়িতে। রান্না করতে করতেই নাকি জন্ম নেয় অদ্ভুত এই প্রেম। একে অপরের প্রেমে পড়ে যান তারা। পরিবারের আপত্তি সত্ত্বেও, কারও কথা না শুনে অবশেষে বিয়ে করেন দু’জনে।
ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, গোলাপি শাড়ি-ব্লাউজ় পরা তরুণী পাশে দাঁড়িয়ে আছেন এক প্রৌঢ়ের সঙ্গে, যার পরনে সাদা জামা ও গলায় গেরুয়া গামছা। আত্মবিশ্বাসের সঙ্গে তরুণীকে বলতে শোনা গিয়েছে, “আমার চোখে আমার জামাইবাবু বুড়ো নন, উনি বুদ্ধিমান। কেবল চুল পেকে গেছে, কলপ করলেই হ্যান্ডসাম লাগবে!”—এই কথাগুলি বলতে বলতে পাশে লাজুকভাবে দাঁড়িয়ে ছিলেন নববিবাহিত স্বামী।
ভিডিওটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও তুঙ্গে। কেউ কেউ হাস্যরসের সুরে মন্তব্য করেছেন, “ভালবাসা অন্ধ”, আবার কেউ বিস্ময়ে প্রশ্ন তুলেছেন, “যদি জামাইবাবুর বয়স ৫৫ হয় আর শ্যালিকার ১৮, তবে দিদির বয়সই বা কত?” বিতর্ক, কৌতূহল আর মজার মন্তব্যে এখন সরগরম সোশ্যাল মিডিয়া।




















