কলমাপুকুরিয়া গ্রামে পুলিশকে ঘিরে চললো বিক্ষোভ। অভিযোগ পাওয়ার পরেও পুলিশ গ্রেফতার করেনি অভিযুক্তকে, অবশেষে উত্তেজিত গ্রামবাসী আইন হাতে তুলে নিয়ে অভিযুক্তের বাড়িতে চালালো ভাঙচুর করে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে চললো বিক্ষোভ।
ঘটনা ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম ব্লকের কলমাপুকুরিয়া গ্রামের। অভিযোগ পুরোনো শত্রুতার জেরে গত শনিবার রাতে গ্রামের গৌরচন্দ্র বেরা নামে বছর ৪৮ এর এক ব্যক্তিকে প্রতিবেশী তপন বেরা ও তার পরিবারের লোকজন মারধর করে। ঘটনার খবর গৌরচন্দ্র বেরা ছেলে নবকুমার বেরা ছুটে গিয়ে বাবাকে উদ্ধার করে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।
সেখান থেকে আহতকে বেলদার দেউলী হাসপাতাল ও পরে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে গেলেও বর্তমানে অবস্থার উন্নতি না হওয়ায় আর্থিক কারণে আশঙ্কাজনক অবস্থায় বাড়িতে রাখা হয়েছে আহত গৌরচন্দ্র বেরাকে। ঘটনার পর চারদিন পার হলেও অভিযুক্ত তপন বেরাকে পুলিশ গ্রেফতার না করায় মঙ্গলবার সকালে অভিযুক্তের বাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা। খবর পেয়ে নয়াগ্ৰাম থানার আইসি সুদীপ ঘোষাল এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে আইসি অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ প্রশমিত হয়।
জানা গেছে, আহত গৌরচন্দ্র বেরা এবং তার ছেলে নবকুমার বেরা সমেত অভিযুক্ত তপন বেরা একসঙ্গে খড়গপুর একটি ঠিকাদারের আন্ডারে ইলেকট্রনিক লাইনের কাজ করতেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে সেই থেকে কোন শত্রুতার জেরে হয়তো গৌরচন্দ্র বেরার উপর আক্রমণ করেছে অভিযুক্ত।
আরও পড়ুন – অভিষেকের জন্মদিনে বাড়ির সামনে উপচে পড়া ভীড়, হাসি মুখে মেটালেন অনুগামীদের আবদার
উল্লেখ্য, অভিযোগ পাওয়ার পরেও পুলিশ গ্রেফতার করেনি অভিযুক্তকে, অবশেষে উত্তেজিত গ্রামবাসী আইন হাতে তুলে নিয়ে অভিযুক্তের বাড়িতে চালালো ভাঙচুর করে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে চললো বিক্ষোভ।
ঘটনা ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম ব্লকের কলমাপুকুরিয়া গ্রামের। অভিযোগ পুরোনো শত্রুতার জেরে গত শনিবার রাতে গ্রামের গৌরচন্দ্র বেরা নামে বছর ৪৮ এর এক ব্যক্তিকে প্রতিবেশী তপন বেরা ও তার পরিবারের লোকজন মারধর করে। ঘটনার খবর গৌরচন্দ্র বেরা ছেলে নবকুমার বেরা ছুটে গিয়ে বাবাকে উদ্ধার করে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আহতকে বেলদার দেউলী হাসপাতাল ও পরে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে গেলেও বর্তমানে অবস্থার উন্নতি না হওয়ায় আর্থিক কারণে আশঙ্কাজনক অবস্থায় বাড়িতে রাখা হয়েছে আহত গৌরচন্দ্র বেরাকে। কলমাপুকুরিয়া গ্রামে