রাজস্থান – রাজস্থানের কোটার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে হিন্দু ছাত্রছাত্রীদের জোর করে ইসলাম ধর্মের বাণী ‘কলমা’ পাঠ করানোর অভিযোগে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতেই বক্সী স্প্রিংডেলস স্কুলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে একাধিক হিন্দু সংগঠন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সকালে অ্যাসেম্বলির সময় শিক্ষার্থীরা কলমা পাঠ করছে। হিন্দু সংগঠনগুলির অভিযোগ, এই কাজ শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাদের উপর জোর করে ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার নামান্তর।
তবে স্কুল কর্তৃপক্ষ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। স্কুলের ডিরেক্টর জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানে গত তিন দশক ধরেই ‘সর্বধর্ম প্রার্থনা’-র ঐতিহ্য রয়েছে, যেখানে প্রতিদিন সকালে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও শিখ—সব ধর্মের প্রার্থনা পাঠ করা হয়। তাঁর দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি পুরনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখন ছড়িয়ে দিয়ে সামাজিক উত্তেজনা তৈরির অপচেষ্টা চলছে।
এই ঘটনার পর জেলা শিক্ষা আধিকারিকের তরফে জানানো হয়েছে যে, অভিযোগের সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রিপোর্ট পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় হিন্দু সংগঠনগুলি। তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছে। পরিস্থিতি যাতে আর না ঘনীভূত হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন নজর রাখছে বলে জানা গেছে।
