কলম্বিয়ায় বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২০। কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহতের ঘটনা ঘটেছে। একইসঙ্গে ১৫ জনের মতো আহত হয়েছে। শনিবার কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিম কোণের বন্দর শহর তুমাকোতে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, প্যান-আমেরিকান হাইওয়েতে মোড় নিতে গেলে বাসটি উল্টে যায়। নারিনো বিভাগের ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন অ্যালবার্টল্যান্ড আগুডেলো বলেন, ‘দুর্ভাগ্যবশত ২০ জনের মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, কলম্বিয়া ও চিলি থেকে ২০০ মাইল (৩২০ কিলোমিটার) উত্তর-পূর্ব কোণে ঘটনাটি ঘটে।
তদন্তকারীরা ধারণা করছেন, ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, অতিরিক্ত ঘন কুয়াশার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন – রায়দিঘীতে পুকুর থেকে উদ্ধার কুমির
উল্লেখ্য, কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহতের ঘটনা ঘটেছে। একইসঙ্গে ১৫ জনের মতো আহত হয়েছে। শনিবার কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিম কোণের বন্দর শহর তুমাকোতে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, প্যান-আমেরিকান হাইওয়েতে মোড় নিতে গেলে বাসটি উল্টে যায়। নারিনো বিভাগের ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন অ্যালবার্টল্যান্ড আগুডেলো বলেন, ‘দুর্ভাগ্যবশত ২০ জনের মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, কলম্বিয়া ও চিলি থেকে ২০০ মাইল (৩২০ কিলোমিটার) উত্তর-পূর্ব কোণে ঘটনাটি ঘটে। তদন্তকারীরা ধারণা করছেন, ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, অতিরিক্ত ঘন কুয়াশার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।