কলাকার স্ট্রিটে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড!

কলাকার স্ট্রিটে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – কলকাতার বড়বাজারে সম্প্রতি একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানির ক্ষত এখনও তাজা। এর মধ্যেই শনিবার রাতে কলাকার স্ট্রিটের একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরবাসীর মনে নতুন আতঙ্ক ছড়িয়েছে। রাত ১০টা নাগাদ গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা হতবাক হন।ব্যস্ত কলাকার স্ট্রিটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হয়।দমকলের চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার তীব্র প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। “আমরা সময়মতো পৌঁছে আগুন ছড়িয়ে পড়া আটকাতে পেরেছি,” বলেন দমকল কর্মকর্তা অজয় মণ্ডল। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ ও পুলিশ। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা অসতর্কতার আশঙ্কা করা হচ্ছে।



ঘনবসতিপূর্ণ বড়বাজার এলাকায় এই ধরনের ঘটনা নতুন নয়। পুরনো ভবন, সরু গলি এবং অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রায়ই অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। “এলাকার গোডাউনগুলোতে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা জরুরি,” বলেন স্থানীয় ব্যবসায়ী রমেশ সাহা। সম্প্রতি বড়বাজারের অগ্নিকাণ্ডের পর এই ঘটনা প্রশাসনের জন্য সতর্কবার্তা। দমকল বিভাগ এলাকার ব্যবসায়ীদের অগ্নিনির্বাপক ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top