কলিগ্রামের দুর্বাশায় সেকাল একালের জ্যান্ত থিম,শুরু হল প্রস্তুতি। একটা সময় ছিল,যখন স্কুল থেকে ফিরে মাঠমুখী হত ছেলেরা। নানা খেলাধূলা শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকত। তরুণ-যুবকদেরও দেখা যেত মাঠে ফুটবল-ক্রিকেট খেলতে। আর শিশু কিশোররা ছুটির দিনে বা সময় পেলে মেতে থাকত ডাঙ-গুলি,মার্বেল খেলা নিয়ে।কিন্তু সময় পাল্টেছে।এখন মাঠ শূণ্য পড়ে থাকে।
খেলাধূলার পাঠ প্রায় চুকেই গিয়েছে বলা যায়।বদলে শিশু থেকে যুবক সকলের হাতে উঠেছে মোবাইল ফোন।কেউ মোবাইলে গেম খেলতে ব্যস্ত কেউবা গান শুনতে বা সিনেমা দেখতে।সেকালের সঙ্গে একালের এই প্রভেদ টাকেই এবার কালী পুজোয় থিম করেছে মালদহের চাঁচল থানার কলিগ্রাম বগচড়ার দুর্বাশা সংঘ।তাদের এবারের থিম ‘সেকাল একাল’।মণ্ডপ সজ্জায় সেকাল আর একালের পার্থক্যটাকেই তুলে ধরতে উদ্যোগী হয়েছে ক্লাবের সদস্যরা।জোর কদমে চলছে তার প্রস্তুতি।
রবিবার খুঁটি পুজোর মাধ্যমে কালীপুজোর প্রস্তুতি শুরু করি দিয়েছে তারা।এদিন সকালে স্থানীয় মহিলাদের শঙ্খধ্বনি ও উলুধ্বনির আওয়াজে সূচনা হয়ে গেল ওই পুজার।খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য রাজু সাহা,সন্দীপ কুন্ডু,সমীর দাস,সুব্রত দাস,সুকান্ত চৌধুরী,মনীন্দ্র মোহন প্রামানিক ও সভাপতি মৃঙ্গাঙ্ক দাস।ক্লাব সূত্রে জানা গেছে,এবছর তাদের কালীপুজো ২৫ তম বর্ষপূর্তিতে পদার্পণ করলো।কলিগ্রামের মৃৎশিল্পী সঞ্জয় দাস প্রতিমা গড়ছেন।কালীপুজোকে ঘিরে তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন – রায়দিঘীতে পুকুর থেকে উদ্ধার কুমির
উল্লেখ্য, কলিগ্রামের দুর্বাশায় সেকাল একালের জ্যান্ত থিম,শুরু হল প্রস্তুতি। একটা সময় ছিল,যখন স্কুল থেকে ফিরে মাঠমুখী হত ছেলেরা।নানা খেলাধূলা শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকত। তরুণ-যুবকদেরও দেখা যেত মাঠে ফুটবল-ক্রিকেট খেলতে।আর শিশু কিশোররা ছুটির দিনে বা সময় পেলে মেতে থাকত ডাঙ-গুলি,মার্বেল খেলা নিয়ে।কিন্তু সময় পাল্টেছে।এখন মাঠ শূণ্য পড়ে থাকে।
খেলাধূলার পাঠ প্রায় চুকেই গিয়েছে বলা যায়।বদলে শিশু থেকে যুবক সকলের হাতে উঠেছে মোবাইল ফোন।কেউ মোবাইলে গেম খেলতে ব্যস্ত কেউবা গান শুনতে বা সিনেমা দেখতে।সেকালের সঙ্গে একালের এই প্রভেদ টাকেই এবার কালী পুজোয় থিম করেছে মালদহের চাঁচল থানার কলিগ্রাম বগচড়ার দুর্বাশা সংঘ।তাদের এবারের থিম ‘সেকাল একাল’।মণ্ডপ সজ্জায় সেকাল আর একালের পার্থক্যটাকেই তুলে ধরতে উদ্যোগী হয়েছে ক্লাবের সদস্যরা।জোর কদমে চলছে তার প্রস্তুতি।