নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর, ২২ অক্টোবর, ২০২০:পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়েল এমপ্লয়িজ সমিতির বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মহা ষষ্ঠীর দিনে তমলুকের নিমতৌড়ি ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল প্রায় এক ঘন্টা।
দীর্ঘক্ষন পরে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। দীর্ঘক্ষন পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি বেতন পরিকাঠামো স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আন্দোলন করেছেন। এই মুহূর্তে কয়েকটি জেলায় অনশনে বসেছে বেশ কয়েকদিন ধরে কলেজ এমপ্লয়িজ ‘ অ্যাসোসিয়েশন । আজ বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ ‘ অ্যাসোসিয়েশন।