কল্যাণীতে ছেলে -মায়ের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য বি-১০ এলাকায়। কল্যাণীতে ছেলে -মায়ের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য । বাবা বিশ্বনাথ মন্ডল বয়স আনুমানিক ৭০। তার কোলনের ক্যান্সার ধরা পড়ে সম্প্রতি। আগামীকাল অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর তার ভেলোরে গিয়ে এই রোগের চিকিৎসা করার কথা ছিল। সেই যাওয়ার টিকিট ও ছেলে অনলাইনে কেটে দেয় বলে জানা যায়।
এই রোগ ধরা পড়ার ঘটনায় মানসিক অবসাদে আত্মহত্যা করলেন মা এবং ছেলে দাবি প্রতিবেশীদের। মৃত মায়ের নাম অঞ্জু মন্ডল, বয়স আনুমানিক ৬৫ এবং ছেলে শুভজিৎ মন্ডল বয়স, বয়স আনুমানিক ৩৪। ঘটনাটি কল্যাণী বি-১০ এলাকার। স্থানীয় সূত্রের খবর সকালবেলায় বাবা ব্যাংকে যাওয়ার পরে মা এবং ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটে আনুমানিক সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে বলে জানা যায়। কল্যাণী থানা মৃতদেহ দুটিকে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় কল্যাণী থানা তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
উল্লেখ্য, কল্যাণীতে ছেলে -মায়ের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য । বাবা বিশ্বনাথ মন্ডল বয়স আনুমানিক ৭০। তার কোলনের ক্যান্সার ধরা পড়ে সম্প্রতি। আগামীকাল অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর তার ভেলোরে গিয়ে এই রোগের চিকিৎসা করার কথা ছিল। সেই যাওয়ার টিকিট ও ছেলে অনলাইনে কেটে দেয় বলে জানা যায়। এই রোগ ধরা পড়ার ঘটনায় মানসিক অবসাদে আত্মহত্যা করলেন মা এবং ছেলে দাবি প্রতিবেশীদের।
মৃত মায়ের নাম অঞ্জু মন্ডল, বয়স আনুমানিক ৬৫ এবং ছেলে শুভজিৎ মন্ডল বয়স, বয়স আনুমানিক ৩৪। ঘটনাটি কল্যাণী বি-১০ এলাকার। স্থানীয় সূত্রের খবর সকালবেলায় বাবা ব্যাংকে যাওয়ার পরে মা এবং ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটে আনুমানিক সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে বলে জানা যায়। কল্যাণী থানা মৃতদেহ দুটিকে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় কল্যাণী থানা তদন্ত শুরু করেছে।