আসানসোল:- কল্লানেশ্বরী পি ۔এইচ ۔ই দপ্তরের সামনে আমরন অনশন লাগাতার ৫দিনে পড়লো !পি ۔এইচ ۔ই দপ্তরের ঠিকা সংস্থা বি ۔টি প্রজেক্ট ও বেঙ্গল কন্সট্রাকশন কে অবিলম্বে স্থানীয় বেকার যুবকদের কাজে নিয়োগের দাবিতে প্রথমে ৩দিন ধর্ণা কর্মসূচি তাতে কোনো আশ্বাস না মেলায় এইবার আমরণ অনশন ।

আর এই আমরণ অনশণ ৫দিনে পড়লো ।কিন্তু এখনো কোনো রকম বেকার স্থানীয় যুবকদের কাজে নিয়োগের দাবির কোনো রকম আশ্বাস না মেলায় আমরণ অনশন চলছে ।এই আমরণ অনশন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই কর্মসূচি। আমরণ অনশনে রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী নিজে এই আমরণ অনশনে বসেন। লাগাতার ৫দিনের পর আজথেকে এই আমরণ অনশনে সামিল হন এলাকার মহিলারা ।