কসবা গণধর্ষণকাণ্ড: অভিযুক্তদের নিয়ে ল’ কলেজে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

কসবা গণধর্ষণকাণ্ড: অভিযুক্তদের নিয়ে ল’ কলেজে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কসবা গণধর্ষণকাণ্ডে তদন্তে অগ্রগতি আনতে শুক্রবার সকালে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ তিন অভিযুক্তকে নিয়ে এদিন সকালে ল’ কলেজ ক্যাম্পাসে ঘটনার পুনর্নির্মাণ করে তদন্তকারী দল।

সূত্র অনুযায়ী, এদিন সকালে নিরাপত্তা বলয়ের মধ্যে তিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। তদন্তকারীরা তাদের সহযোগিতায় সেই দিনের ঘটনার ধাপে ধাপে পুনর্গঠন করেন। উদ্দেশ্য—ঘটনার প্রকৃত সময়, অবস্থান, এবং প্রত্যেক অভিযুক্তের ভূমিকাকে স্পষ্টভাবে চিহ্নিত করা।

তদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, “ঘটনার পুনর্নির্মাণ আমাদের ক্রাইম সিকোয়েন্স বোঝার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও অভিযুক্তদের বয়ানের মধ্যে কোনও গরমিল আছে কিনা, সেটাও আমরা যাচাই করছি।”

উল্লেখ্য, সম্প্রতি কসবার ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক ছাত্রীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং তদন্তে নামে। ঘটনাটি রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া এমন ভয়াবহ অপরাধ নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক নজরদারির বিষয়েও।

পুলিশ জানিয়েছে, ঘটনার পুনর্নির্মাণের পরে ফরেনসিক টিমের রিপোর্ট ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে চার্জশিট প্রস্তুতের কাজ আরও দ্রুত এগোবে। পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেওয়া হচ্ছে।

সার্বিকভাবে এই পদক্ষেপ পুলিশি তদন্তে এক গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন তদন্তকারীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top