কসবা গণধর্ষণ মামলায় চার্জশিট জমা, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ চারজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কসবা গণধর্ষণ মামলায় চার্জশিট জমা, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ চারজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতা কসবা গণধর্ষণ মামলায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শনিবার পুলিশ কলকাতা আদালতে ৬৫৮ পাতার বিশদ চার্জশিট দাখিল করেছে, যেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে কসবা আইন কলেজের ইউনিয়ন নেতা মনোজিৎ মিশ্রর। এই মামলায় মোট চারজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। মনোজিতের পাশাপাশি অভিযুক্তদের মধ্যে রয়েছেন জায়েব আহমেদ, প্রমিত মুখার্জি এবং পিনাকী বন্দ্যোপাধ্যায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে ডিএনএ রিপোর্ট, ফরেনসিক পরীক্ষা এবং বিপুল পরিমাণ প্রযুক্তিগত প্রমাণ চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তে উদ্ধার হয়েছে একাধিক ডিজিটাল ডিভাইস ও তথ্য। প্রমাণ সংগ্রহের পাশাপাশি ৮০ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যও চার্জশিটে সংযোজিত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতা (BNS, 2023) এবং তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজের এক ছাত্রী অভিযোগ করেন যে কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে তাকে জোর করে গণধর্ষণ করা হয়েছে। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মনোজিৎ মিশ্র সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ প্রথমে মনোজিৎকে গ্রেফতার করে, এরপর একে একে প্রমিত, জায়েব এবং পিনাকীও গ্রেফতার হয়। বর্তমানে এই মামলার বিচার প্রক্রিয়া আদালতে চলছে এবং পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে রাজ্যজুড়ে সকলেরই দৃষ্টি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top