নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৯ জানুয়ারি, আজ সকাল ৭ টা ৪৫ নাগাদ কাঁকুড়গাছি মোড়ে অবস্থিত একটি বহুতলে হঠাৎ আগুন লেগে যায়।স্থানীয়রা দমকল স্টেশনে খবর দিতে ঘটনাস্থলে ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
জানা গিয়েছে, আগুন প্রথমে লাগে দোতালার ফিটনেসসেন্টার, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গায়। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দমকলকে খবর দিলে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীর প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের ফলে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















