চোপড়ার কাঁচাকালীতে রথের দড়ি টানতে ভক্তদের জন জোয়ার। বিগত দুই বছরের কোভিড খরা কেটে এবারের রথ উৎসবে চোপড়ার কাঁচাকালীতে রথের দড়ি টানতে জন জোয়ারে পরিণত হল ভক্তদের ভিড়ে । শুক্রবার কাঁচাকালী রথ কমিটির আয়োজনে কালীমন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ দেবের সুসজ্জিত রথ টানা শুরু হয় ।
প্রায় এক কিলোমিটার জুড়ে দুই লাইনে কয়েক হাজার ভক্তের সমাগমে রথ টি পৌঁছান , ঘিডোব গ্রামের কমলা কান্ত প্রভুর বাড়িতে । সেখানেই মাসির বাড়ি হিসেবে জগন্নাথ দেব সুভদ্রা ও প্রভু বলরাম এক সপ্তাহ কাটাবেন বলে রথ কমিটি জানিয়েছেন । কমিটির পক্ষ থেকে দাবি করা হয় , তাদের রথ উৎসব এবার ৩১ তম বর্ষে । তবে এবারের মতো ভক্ত সমাগম এর আগে কোনদিন হয়নি । শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে চোপড়ার রথ উৎসব ।
আরও পড়ুন – শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন শুভেন্দু
উল্লেখ্য, বিগত দুই বছরের কোভিড খরা কেটে এবারের রথ উৎসবে চোপড়ার কাঁচাকালীতে রথের দড়ি টানতে জন জোয়ারে পরিণত হল ভক্তদের ভিড়ে ।শুক্রবার কাঁচাকালী রথ কমিটির আয়োজনে কালীমন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ দেবের সুসজ্জিত রথ টানা শুরু হয় । প্রায় এক কিলোমিটার জুড়ে দুই লাইনে কয়েক হাজার ভক্তের সমাগমে রথ টি পৌঁছান , ঘিডোব গ্রামের কমলা কান্ত প্রভুর বাড়িতে ।
সেখানেই মাসির বাড়ি হিসেবে জগন্নাথ দেব সুভদ্রা ও প্রভু বলরাম এক সপ্তাহ কাটাবেন বলে রথ কমিটি জানিয়েছেন । কমিটির পক্ষ থেকে দাবি করা হয় , তাদের রথ উৎসব এবার ৩১ তম বর্ষে । তবে এবারের মতো ভক্ত সমাগম এর আগে কোনদিন হয়নি । শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে চোপড়ার রথ উৎসব ।