২৯ জুন ২০২১ : বাইরের ক্যামিক্যেল ব্যবহার করার থেকে বাড়িতে তৈরী জিনিস দিয়ে রূপচর্চা করলে ত্বক অনেক বেশি ভালো থাকে বলে মনে বিশেষজ্ঞবিদরা। কাঁচা দুধ ত্বকের জন্য অতন্ত্য পুষ্টিকর। তাহলে আর দেরি না করে একনজরে দেখে নিন কাঁচা দুধের সাহায্যে নিজের ত্বককে কিভাবে উজ্জ্বল এবং সতেজ রাখবেন।
১ ) প্রতিদিন শোবার আগে দুধে দুধের সর লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর, স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। সতেজ ও উজ্জ্বলতা ফিরে পাবেন।

২ ) ত্বকের উপরিস্থল থেকে ময়লা, ট্যান দূর করার জন্য দুধের মধ্যে তুলো ডুবিয়ে সারা মুখ, গলা, ঘাড়, হাতে ঘষলে তা পরিস্কার হয়ে যায়। এইভাবে ৮মিনিট ঘষলে ত্বক থেকে ট্যান, ময়লা পরিস্কার হয়ে যায়।
৩ ) শুষ্ক ত্বকের দেখভালের জন্য সারা মুখে কাঁচা দুধ লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন । পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আগের থেকে অনেক ফ্রেস লাগবে. দেখবেন।
৪ ) ফেসিয়াল প্যাক হিসেবে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। বাজারচলতি ফেস প্যাকের তুলনায় ঘরোয়া উপায়ে দুধের সঙ্গে মধু, বেসনের প্যাক বানিয়ে গোটা মুখে লাগান। ১৫ মিনিট রেখে শুকিয়ে গেলে গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।
তবে , অবশ্যই যেকোনো শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সুস্থ থাকুন। ভালো থাকুন।