কাঁধ থেকে খসে পড়ছে সোয়েটার, খোলা পিঠে পারদ চড়াচ্ছেন পর্দার ‘শুভ’

কাঁধ থেকে খসে পড়ছে সোয়েটার, খোলা পিঠে পারদ চড়াচ্ছেন পর্দার ‘শুভ’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিউডের পরিচিত মুখ ঊষসী রায়কে বর্তমানে দেখা যাচ্ছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে। বেশ কয়েক বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনকে ঘিরে মাঝেমধ্যেই নানা গুঞ্জন শোনা গেলেও সেসবকে পাত্তা না দিয়ে নিজের কাজ আর স্টাইলেই মন দেন ঊষসী। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের বোল্ড অবতারের ছবি পোস্ট করে নেটপাড়ায় উত্তাপ ছড়াচ্ছেন তিনি।

‘গৃহপ্রবেশ’-এ শুভলক্ষ্মীর সাদামাটা লুক দর্শকদের বেশ পছন্দ হলেও, সেই অবতার ছেড়ে একেবারে সিজলিং রূপে ধরা দিলেন ঊষসী। সাম্প্রতিক পোস্ট করা ছবিতে দেখা যায়, অভিনেত্রী ধূসর রঙের উলের পোশাক পরেছেন। তবে কাঁধ থেকে খসে পড়া সোয়েটার এবং খোলা পিঠে উষ্ণতার পারদ যেন আরও বাড়িয়ে দিয়েছে ছবির উত্তাপ। পর্দার ‘শুভ’কে এই লুকে দেখে শীতের মরশুমেও ঘাম ছুটছে নেটিজেনদের।

ছবি প্রকাশের পর নেটদুনিয়ায় শুরু হয়েছে প্রশংসার ঝড়। কিলার লুকস দেখে চোখ ফেরানো দুষ্কর। এর আগেও কালো ব্রালেট ও প্যান্টে ঊষসীকে দেখা গেছে নেটপাড়ায় আগুন ধরাতে। শুভলক্ষ্মীর সংযত অবতার থেকে বেরিয়ে এই বোল্ড লুকে আবারও কুপোকাৎ করেছেন তিনি। প্রায় চার বছর পর ধারাবাহিকে ফিরেছেন ঊষসী এবং শুভলক্ষ্মী চরিত্রে সকলের মন জয় করেছেন।

এই ধারাবাহিক করতে গিয়েই অনস্ক্রিন হিরো সুস্মিতের সঙ্গে প্রেমচর্চার গুঞ্জনও শুরু হয়েছে। একসঙ্গে ঘুরে বেড়ানোর খবর শোনা গেলেও দু’জনই স্পষ্ট জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। কাজের সূত্রেই পরিচয়, আর সেখান থেকেই এই গুঞ্জন—এমনটাই জানিয়েছেন ঊষসী ও সুস্মিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top