‘টুম্পা সোনার’ পর এবার পুজো কাঁপাতে আসছে ‘ময়না’

‘টুম্পা সোনার’ পর এবার পুজো কাঁপাতে আসছে ‘ময়না’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কাঁপাতে

‘টুম্পা সোনার’ পর এবার পুজো কাঁপাতে আসছে ‘ময়না’। একটাসময়ে  টুম্পা সোনা ঝড় তুলেছিল লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে। সেই টুম্পা সোনা গত ভোটের আগে  ঢুকে পড়েছিল আলিমুদ্দিন থেকে ব্রিগেডের মাঠে। সেই  টুম্পা এখন অতীত। এবারে পুজোয় আসছে ময়না। এই ময়না সুন্দরী তৈরি, তাঁর চ্যালেঞ্জ টুম্পার থেকে বেশি যুবককে ঘায়েল করা।  টুম্পাসোনা গান যাঁরা বানিয়েছিলেন, এই পুজোয় আসছে তাঁদের নতুন মিউজিক ভিডিও ‘ময়না’। গানের ক্যাচ লাইন, ‘ময়না, খাঁচায় ফিরে আয় না..’।

 

ইতিমধ্যেই শুটিং প্রায় শেষ। ময়না হচ্ছেন অভিনেত্রী ঋতিকা সেন। আর এই গান পর্দায় গাইবেন ময়নার প্রেমিক  সায়ন। সেই সায়ন যাঁর টুম্পা নাচ এখনও জনপ্রিয়।ময়না টিমের দাবি, ‘ঘিব ঘিব করে বাজবে এই গান এবার পুজোয়’। এবার একটু শুনে নেওয়া যাক, ময়নার প্রেমের গল্প। ময়নার প্রেমিক হল পচা। চিরকুমার বালক সংঘের একমাত্র ছেলে যার গার্লফ্রেন্ড রয়েছে। পচা মনে মনে ঠিক করেই ফেলে যে সে ময়নাকে বিয়ে করবে, তাই তাঁর বন্ধুদের নিয়ে একটা ব্যাচেলর পার্টির আয়োজন করে । কিন্তু কপাল খারাপ পচার।

 

আর ও  পড়ুন     যৌন সম্পর্কের পরে সঙ্গীর মুখে একটি কথা শুনে যা করলেন যুবতী !

 

এই ব্যাচেলর পার্টির পরেই একজন সরকারি চাকরিজীবী ‘টাকলা কাকা’ গাধার পিঠে চেপে এসে ময়নাকে বিয়ে করে নিয়ে যায়। পচার কিছু করার থাকেনা। কারণ সে বেকার, অনেক জায়গায় ঘুষ দিয়েও একটা সরকারি চাকরি জোগাড় করতে পারেনি। এই পচার জীবনে কি ময়না আবার ফিরে আসবে ? এই নিয়েই গান বেঁধেছেন আরব।

 

প্রযোজক, পরিচালকের বক্তব্য, ‘আমাদের সবার জীবনে কোনও একটা সময়ে ময়নার মত কেউ এসেছে। কেউ কেউ ময়নাকে নিজের হৃদয়ের খাঁচায় ধরে রাখতে পেরেছে। কারোর আবার জীবন থেকে ময়না একেবারেরই উড়ে গেছে, আর কখনও ফিরে আসেনি। এসব নিয়ে আমাদের এবারের পুজোর গান ময়না। হাসি মজার মাধ্যমে কর্মহীন বেকার যুবকদের পরিস্থিতির কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

 

টুম্পা নিয়ে প্যারোডি হয়েছিল। ‘চল টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব…।’ সেই গান তুমুল জনপ্রিয় হলেও ভোটবাক্সে ফসল তুলতে পারেনি সিপিএম। আপাতত সামনে শুধুই পুজো। ভোট নেই। ময়না টিমের কাছে এখন চ্যালেঞ্জ, টুম্পাকে হারাতে পারবে তো ময়না সেটাই এখন দেখার ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top