হাড় কাঁপানো শীতের মাঝেই ঘন কুয়াশার সর্তকতা জারি হলো রাজ্যে। নতুন বছরের শুরু থেকেই জাঁকিয়ে শীত পড়েছে বাংলা জুড়ে। রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমছে পারদ। কনকনে ঠান্ডায় জবুথুুবু কলকাতাবাসী। তবে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে একধাক্কায় বেশকিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।
আগামী ৪৮ ঘণ্টায় রাতে ১ থেকে ২ ডিগ্রি বাড়বে পারদ এমনটাই খবর হাওয়া দফতর সূত্রে। তবে পশ্চিমী ঝঞ্জয়ায় বাধা পাওয়ার আগে ভেলকি দেখাচ্ছে শীত। তারই হাত ধরে দক্ষিণবঙ্গে আজও শীতের পূর্ণ আমেজ বজায় রয়েছে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুস্ক আবহাওয়া বিরাজ করবে। কিন্তু তারপর থেকেই বদলে যাবে আবহাওয়া। চড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আজ বেলা বাড়লে কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। আপাতত আগামি ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস নেই।
ঘন কুয়াশার সর্তকতা রাজ্যে। উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা। চলতি শীতের মরশুমের দ্বিতীয় ইনিংসেরও আজ শীতলতম দিন। প্রসঙ্গত, জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকেই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বড়সড় প্রভাব ফেলতে পারে আবহাওয়ায়, এমনটাই আশঙ্কা করছিল হাওয়া অফিস। আর তারই জেরে ফের একবার উধাও হয়ে যেতে পারে শীত।
আর ও পড়ুন বিজেপির পাঁচ বিধায়ককে নিয়ে বৈঠক সারলেন শান্তনু ঠাকুর, কী হলো বৈঠকে?
ঘন কুয়াশার চাদরে ঢাকল বাংলা। কনকনে ঠান্ডায় জারি নতুন সতর্কবার্তা! নতুন বছরের প্রথম দিন থেকেই কনকনে ঠান্ডার আমেজ পেতে শুরু করেছিলেন রাজ্যবাসী। বুধবারেও তা অব্যাহত থাকল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তুলনায় যা ১ ডিগ্রি নিচে। তবে এর মাঝেই রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হল।
তাছাড়াও শীতের মরশুমে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী সপ্তাহেই রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা যদি এই রাজ্যেও বয়ে আসে, তাহলে ১২ জানুয়ারি নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষে রাতে বাড়বে তাপমাত্রা। তবে বুধবার ভোর থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতাতেও হালকা কুয়াশা রয়েছে। যদিও পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিবার পর্যন্ত শীতের আমেজ থেকে বঞ্চিত হবেন না রাজ্যবাসী। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম ভারতে বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। আবার রাজস্থানে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার কারণে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। যার কারণে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেখানে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে আটকে যাবে উত্তুরে হাওয়া। এর কারণেই ফের তাপমাত্রা বাড়বে রাজ্য জুড়ে। সিকিম ও উত্তরবঙ্গে অতি ঘন কুয়াশা এবং বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গে আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।