নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২৯ ডিসেম্বর, তৃণমূল নেতা কাইজার আহমেদকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখালেন যুব তৃণমূল কর্মী সমর্থকরা। দক্ষিণ ২৪ পরগনা ভাঙড় থানার ঘটনা। ভাঙড়ের রানিগাছিতে কাইজার আহমেদের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় যুব তৃণমূলকে সমর্থন করে দ্বাদশ শ্রেণির ছাত্র পোস্ট করায় কাইজার নিজে তাকে মারধর করে বলে অভিযোগ।
এরই পাশাপাশি এলাকার একটি জমি জোর করে দখলের চেষ্টা করায় সংঘর্ষ বাধে। এই ঘটনায় উভয় পক্ষের মোট চার জন আহত হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুব তৃণমূল কর্মীদের দাবি কাইজার আহম্মেদ এলাকায় গিয়ে এলাকায় যুব তৃণমূল করা যাবেনা বলে হুমকিও দিয়েছে। তার নেতৃত্বেই এদিন যুব তৃণমূল কর্মীদের উপর হামলা হয় বলে দাবি। ঘটনার পর আহত যুব তৃণমূল কর্মীদের কে নিয়ে থানার সামনে বসে কাইজার আহমেদকে গ্রেফতারের দাবিতে যুব তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায়।
অন্যদিকে কাইজার আহমেদের দাবি এলাকার কিছু দুষ্কৃতীরা পুলিশের মদতে যুব তৃনমূলের নাম করে এলাকার সরকারি জমি দখল করে নিচ্ছে। ঘটনার খবর পেয়ে আমি এলাকায় কর্মীদেরকে শান্ত থাকার বার্তা দিতে গিয়েছিলাম। আমি চলে আসার পর ঝামেলা হয়েছে। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নয়। আর যারা থানার সামনে আমাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে তারা কেউই তৃণমূলের না। এই ঘটনায় উভয় পক্ষই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল চলছে।