২৫ জুন, ২০২১ : কাউকে তাচ্ছিলো করার জন্য ফেসবুকের ‘হা হা’ ইমোজি ব্যবহার করলে সেটা ইসলাম ধর্মে হারাম , এমনটাই মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মৌলবী আহমেদুল্লাহ। ফেসবুকে মজা করতে কমবেশি আমরা সকলেই ‘হা হা’ ইমোজিব্যবহার করে থাকি। কোনও মজার ভিডিয়ো বা মিম দেখে অথবা কোনও বন্ধুর ছবি বা মজার পোস্টে, ফেসবুকে ‘হা হা’ ইমোজি ব্যবহার করা হয়। কিন্তু এই ইমোজি যে কাউকে রুষ্ট করবে, তা গুণাক্ষরেও ভাবতে পারবেন? না পরলেও, এমনটাই হয়েছে।

ফেসবুকে ‘হা হা’ ইমোজি ব্যবহারের ওপর এবার ফতোয়া জারি করলেন বাংলাদেশের মৌলবী আহমেদুল্লাহ।ফেসবুকের ‘হা হা’ ইমোজির বিরুদ্ধে মুখ খুললেন তিনি। মৌলবী আহমেদুল্লাহ জানান, শুধুমাত্র মজার জন্য কেউ যদি ‘হা হা’ ইমোজি ব্যবহার করেন, তবে তাতে খারাপ কিছু নেই। কিন্তু কেউ যদি কারও মজা ওড়ানোর জন্য বা কাউকে নিয়ে ব্যঙ্গ করার জন্য ‘হা হা’ ইমোজি ব্যবহার করেন, তবে তা ইসলাম বিরোধী।ইতিমধ্যে সোশ্যাল মিড়িয়ায় ভাইরাল আহমেদুল্লাহ ভিডিয়ো।