তৃণমূল কাউন্সিলরের ছেলের বাড়ি থেকে বাক্স ভর্তি বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

তৃণমূল কাউন্সিলরের ছেলের বাড়ি থেকে বাক্স ভর্তি বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তৃণমূল কাউন্সিলরের ছেলের বাড়ি থেকে বাক্স ভর্তি বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলের বাড়ি থেকে বাক্স ভর্তি বোমা ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো জগদ্দল থানার পুলিশ। ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বিপুল সংখ্যক বোমা উদ্ধারে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

 

সাংসদ অর্জুন সিংয়ের দাবি,সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে শুক্রবার রাত থেকে দাপিয়ে বেড়াচ্ছে কাউন্সিলরের ছেলে নমিত সিং। লোকজনকে বোমা নিয়ে তাড়া করছে। তা সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে। ওর ঘর থেকে ৫০ টি বোমা ও দুটি আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অথচ পুলিশ নমিত সিংকে ধরছে না। সাংসদের অভিযোগ,পুলিশ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ধামাচাপা দিয়ে নমিতকে বাঁচানোর চেষ্টা করছে।

আর ও পড়ুন    মমতার জনপ্রিয়তা কি ছাপিয়ে যাবেন কেজরিওয়াল? উঠছে প্রশ্ন

যদিও এদিন সকালে সংসদের আত্মীয় তথা বিজেপি নেতা সঞ্জয় সিং ও প্রমোদ সিং তাকে মারধর করেছে বলে অভিযোগ কাউন্সিরের পুত্র নমিত সিংয়ের। তিনি এই ঘটনায় জগদ্দল থানায় ওই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রমোদ সিংকে পাকড়াও করেছে। যদিও এই ঘটনা প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন,নমিত যদি বোমা নিয়ে তাড়া করে। তাহলে পাবলিক কি পুজো করবে।

 

তান্ডব চালানোর জন্য ক্ষিপ্ত জনতা নমিতকে মেরেছে। যদিও বিধায়ক সোমনাথ শ্যামের দাবি,বিজেপির লোকজন ওখানে বোমা মজুত রেখে নমিতকে ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে এদিন সকালে ঘটনাস্থলে গেলে সংসদের সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের বাকবিতন্ডা বেধে যায়। সেই মুহূর্তে উতপ্ত হয়ে ওঠে এলাকা। সাংসদের নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি সংসদকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top