নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৪ শে আগস্ট : চলতি মাসে ৩৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলার রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে একজন শিক্ষিকাকে মানসিক নির্যাতন ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই “সেবাদাসীর বিনিময়ে কাজের সুবিধা পাওয়া যাবে” এমন কটূক্তি করেছেন বলে অভিযোগ করেছিলেন ৩৭নাম্বার ওয়ার্ডের এক অনাথ আশ্রমের মহিলা কর্নধার উমা মল্লিক।
যে অভিযোগ উঠেছে রঞ্জন বাবুর বিরুদ্ধে তার অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি ও ৫ নাম্বার বোরো অফিসের আওতায় থাকা ওয়ার্ড গুলির প্রতিটি কাঁচা রাস্তা ও ড্রেন পাকা করতে হবে এছাড়া একাধিক দাবি তুলে শনিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির ৭ ও ৮ নাম্বার মন্ডল মহিলা মোর্চার পক্ষ থেকে শিলিগুড়ি পুরো নিগমের ৫ নাম্বার বোরো অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি জেলা মহিলা মোর্চার জেলা সভানেত্রী মাধবী মুখার্জি জানান, অবিলম্বে রঞ্জন শীল শর্মা কে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হোক। অবিলম্বে তাদের এই দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান বিজেপি জেলা মহিলা মোর্চার নেতৃত্ববৃন্দরা।