কাকদ্বীপে ১১৪ পিস ভোলা মাছ বিক্রি হলো ৬০ লক্ষ টাকার বেশী দামে

কাকদ্বীপে ১১৪ পিস ভোলা মাছ বিক্রি হলো ৬০ লক্ষ টাকার বেশী দামে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কাকদ্বীপে

কাকদ্বীপে ১১৪ পিস ভোলা মাছ বিক্রি হলো ৬০ লক্ষ টাকার বেশী দামে। কাকদ্বীপ মৎস্যজীবির জালে ১১৪ পিস তেলে ভোলা মাছ, ৬০ লক্ষ টাকার বেশি দামে বিক্রয়, খুশি মৎস্যজীবীরা।দীঘার পর এবার কাকদ্বীপের মৎস্যজীবীদের জালে পড়লো লক্ষাধিক টাকার তেলে ভোলা মাছ। সোমবার ১১৪ পিস তেলে ভোলা মাছ নগেন্দ্র বাজার আড়তে বিক্রি হয় প্রায় ৬০ লক্ষ টাকার বেশি দামে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাকদ্বীপের গিরিবালা ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর সমুদ্রে তাদের জালে ধরা পড়ে ১১৪ পিস তেলে ভোলা মাছ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার বেশি।
সোমবার নগেন্দ্রবাজার আড়তে আসে তেলেভোলা মাছ আর এই মাছ দেখতে আড়তে ভিড় জমায় উৎসুক মানুষজন।

 

পাশাপাশি নগেন্দ্র বাজার আড়তের কর্মীরা বলেন, তেলেভোলা মাছের পটকা থেকে জীবনদায়ি ঔষধ তৈরী হয়। তাই মাছের বাজারমূল্য অনেকটা বেশি। এবছর মৎস্যজীবীদের জালে ইলিশ সেভাবে না পড়লেও জালে তেলে ভোলা পড়ায় যেন ভাগ্যের চাকা ঘুরলো কাকদ্বীপের মৎস্যজীবী তপন গিরির।

 

উল্লেখ্য, কাকদ্বীপে ১১৪ পিস ভোলা মাছি বিক্রি হলো ৬০ লক্ষ টাকার বেশী দামে। কাকদ্বীপ মৎস্যজীবির জালে ১১৪ পিস তেলে ভোলা মাছ, ৬০ লক্ষ টাকার বেশি দামে বিক্রয়, খুশি মৎস্যজীবীরা।দীঘার পর এবার কাকদ্বীপের মৎস্যজীবীদের জালে পড়লো লক্ষাধিক টাকার তেলে ভোলা মাছ। সোমবার ১১৪ পিস তেলে ভোলা মাছ নগেন্দ্র বাজার আড়তে বিক্রি হয় প্রায় ৬০ লক্ষ টাকার বেশি দামে।

 

আর ও পড়ুন    ইংলিশবাজার পুরসভা এলাকায় বিজেপিতে ব্যাপক ভাঙ্গন

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাকদ্বীপের গিরিবালা ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর সমুদ্রে তাদের জালে ধরা পড়ে ১১৪ পিস তেলে ভোলা মাছ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার বেশি।
সোমবার নগেন্দ্রবাজার আড়তে আসে তেলেভোলা মাছ আর এই মাছ দেখতে আড়তে ভিড় জমায় উৎসুক মানুষজন।

 

পাশাপাশি নগেন্দ্র বাজার আড়তের কর্মীরা বলেন, তেলেভোলা মাছের পটকা থেকে জীবনদায়ি ঔষধ তৈরী হয়। তাই মাছের বাজারমূল্য অনেকটা বেশি। এবছর মৎস্যজীবীদের জালে ইলিশ সেভাবে না পড়লেও জালে তেলে ভোলা পড়ায় যেন ভাগ্যের চাকা ঘুরলো কাকদ্বীপের মৎস্যজীবী তপন গিরির।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top