কাকদ্বীপে করোনা আতঙ্কের জেরে এক যুবককে ঘরছাড়া করতে বাধ্য করে গ্রামবাসী

কাকদ্বীপে করোনা আতঙ্কের জেরে এক যুবককে ঘরছাড়া করতে বাধ্য করে গ্রামবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১৫ মার্চ, কাকদ্বীপে করোনা আতঙ্কে ঘরছাড়া এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের মাইতি চক গ্রামে। সুমন দাস নামে ওই যুবক বয়স 26 বছর, গত গতদিন কেরালা থেকে কাজ ছুটি করে কাকদ্বীপে নিজের বাড়িতে অসুস্থ হয়ে আছে। দীর্ঘ তিন মাস ধরে সে কাশিতে ভুগছিল। এবং তার সাথে সাথে সুমন দাস এর কোমরে যন্ত্রনা হয়। স্থানীয় চিকিৎসককে দেখানোর পরে স্থানীয় চিকিৎসক কাকদ্বীপ হসপিটালে চিকিৎসাধীন এর জন্য পরামর্শ দেয়।

এই ঘটনা রাতারাতি গ্রামে ছড়িয়ে পড়ে। কিছু অসাধু ব্যক্তি সুমন দাসের করনা হয়েছে বলে একটি ভুয়া খবর পুরো গ্রামে রটিয়ে দেয় এবং সুমন দাস-এর বাড়িতে বিক্ষোভ দেখায়। আজ সকাল ন’টা নাগাদ কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সুমন দাস-এর চিকিৎসা হয়। চিকিৎসক জানান, সুমন দাস-এর কোন করোনা হয়নি এবং সুমন দাস কে সম্পূর্ণ সুস্থ বলে বাড়ি পাঠিয়ে দেন। সুমন দাস ও কিছু শহীদ ব্যক্তির তত্ত্বাবধানে কাকদীপ হারু পয়েন্ট কোস্টাল থানার হস্তক্ষেপে বর্তমানে সুমন দাস নিজ বাড়িতে। এই ঘটনায় সুমন দাশ ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে। আপাতত পরিস্থিতি অনুকূল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top