কাকদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতে দীর্ঘ কয়েক বছর পর সাজা ঘোষনা

কাকদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতে দীর্ঘ কয়েক বছর পর সাজা ঘোষনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কাকদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতে দীর্ঘ কয়েক বছর পর সাজা ঘোষনা । বধূ নির্যাতন ও বধূ হত্যার ঘটনায় স্বামী শ্বশুড় ও শাশুড়িকে সাজা ঘোষনা সঙ্গে রায়দান বিচারকের । কাকদ্বীপ আদালতের আইনজীবি দেবাশিষ দাস জানান মামলা শুরু হয় ২৪/০৩/২০১৮ তারিখে । মৃত্যুর ঘটনা ঘটে ২৪/০৩/২০১৮ তারিখ। পাথর প্রতিমা থানার বড়দাপুরে শ্বশুড় বাড়ি নিহত গৃহবধূর । বিয়ে হয় ১৬/০৫/২০১৬ তারিখে। চার মাসের অন্তস্বত্তা ঠিল গৃহবধূ । দিনমজুর স্বামী তার পরিবারের লোক ভাপের বাড়িতে টাকা পয়সা আনতে বলতো ।

 

বাপের বাড়ি ছিল কাকদ্বীপ থানার নাঙলপুরে । বাবা হরিপদ কর মেয়েড় মৃত্যুর অভিযোগ করে । তিন জনের বিরুদ্ধে বধূ নির্যাজন ও স্বামীর বিরুদ্ধে বধূ হত্যা মামলা চলে । আজ রায় দেন কাকদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতের অতিরিক্ত দায়রা জজ সরবাবনি চ্যাটার্জি । পনের জন স্বাক্ষ্মী রেখে স্বামী উত্তম দাসকে বধূ হত্যা ওবধূ নির্পাতনে দশ বছর স্বশ্রম কারাদ্বন্দ । শাশুড়ি পুষ্পরানি দাস,শ্বশুড় প্রভাত দাসকে বধূ নির্যাতনে তিনবছর স্বশ্রম কারা দ্বন্দ দেন বিচারক। বিচারকের সাজায় খুশি মৃতার বাপের বাড়ির পরিবার ।

আরও পড়ুন – যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকৃতি দেননা তাদের কাছে কী শিখব, শুভেন্দু

উল্লেখ্য, কাকদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতে দীর্ঘ কয়েক বছর পর সাজা ঘোষনা । বধূ নির্যাতন ও বধূ হত্যার ঘটনায় স্বামী শ্বশুড় ও শাশুড়িকে সাজা ঘোষনা সঙ্গে রায়দান বিচারকের । কাকদ্বীপ আদালতের আইনজীবি দেবাশিষ দাস জানান মামলা শুরু হয় ২৪/০৩/২০১৮ তারিখে । মৃত্যুর ঘটনা ঘটে ২৪/০৩/২০১৮ তারিখ। পাথর প্রতিমা থানার বড়দাপুরে শ্বশুড় বাড়ি নিহত গৃহবধূর ।

 

বিয়ে হয় ১৬/০৫/২০১৬ তারিখে। চার মাসের অন্তস্বত্তা ঠিল গৃহবধূ । দিনমজুর স্বামী তার পরিবারের লোক ভাপের বাড়িতে টাকা পয়সা আনতে বলতো । বাপের বাড়ি ছিল কাকদ্বীপ থানার নাঙলপুরে । বাবা হরিপদ কর মেয়েড় মৃত্যুর অভিযোগ করে । তিন জনের বিরুদ্ধে বধূ নির্যাজন ও স্বামীর বিরুদ্ধে বধূ হত্যা মামলা চলে । আজ রায় দেন কাকদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতের অতিরিক্ত দায়রা জজ সরবাবনি চ্যাটার্জি । পনের জন স্বাক্ষ্মী রেখে স্বামী উত্তম দাসকে বধূ হত্যা ওবধূ নির্পাতনে দশ বছর স্বশ্রম কারাদ্বন্দ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top