কাকের মুখে মানুষের ভাষা!

কাকের মুখে মানুষের ভাষা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাইরাল – কাকের কণ্ঠে সেই কর্কশ ডাক কোথায়! সে যে ডাকতে শুরু করলেই মানুষের গলা নকল করে অবিকল সেই ভাষাতেই কথা বলতে শুরু করে দিচ্ছে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।



স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মানুষের মতো গলা নকল করে কাকের কথা বলার ঘটনা বাস্তবেই ঘটেছে। মহারাষ্ট্রের পালঘর জেলার একটি প্রত্যন্ত গ্রাম গরগাঁও। সেই গ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকেন তনুজা মুখানে। তিন বছর আগে একটি ছোট্ট কাককে উদ্ধার করে বাড়িতে এনেছিলেন তনুজা। তখন তিনি দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। গাছের তলায় ১৫ দিন বয়সি একটি কাককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন তনুজা। সঙ্গে সঙ্গে কাকটিকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন তিনি। কয়েক দিন কাকের সেবাশুশ্রূষাও করেন তিনি। তার পর তনুজার বাড়িতেই পোষ মেনে নিয়েছে কাকটি।



তিন বছর ধরে সেখানেই থাকে সে। তবে ছোটবেলা থেকে মানুষের সঙ্গে থাকতে থাকতে সেই ভাষা রপ্ত করে ফেলেছে কাকটি। ‘কা-কা’ ডাকের বদলে তার গলায় শোনা যায় মানুষের মতো কথা। ‘জিতেন্দ্র প্রতাপ সিংহ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কাকটি অবিকল মানুষের মতো কথা বলছে। কর্কশ ডাকের পরিবর্তে সে অনবরত কথা বলে চলেছে। এই ভিডিয়োটি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকদের একাংশ। এমন কাণ্ডও যে ঘটতে পারে তা বিশ্বাস করতে পারছেন না অনেকেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top