ভাইরাল – ক্লাসরুমে ঢুকতেই হাসিমুখে শিক্ষিকার দিকে এগিয়ে এল এক খুদে ছাত্রী। দু’হাতে কাগজে মোড়া একটি ছোট্ট প্যাকেট তুলে দিল তাঁর প্রিয় শিক্ষিকার হাতে। কী রয়েছে ভেতরে জানতে চাইলে শিশুটি জানায়, তার বাবা মুম্বই থেকে শিক্ষিকার জন্য উপহার এনেছেন। কোনও ঝলমলে মোড়ক নয়, সাধারণ কাগজে মুড়েই সেই উপহার পাঠানো হয়েছে।
কাগজের ভাঁজ খুলতেই চমকে যান তরুণী শিক্ষিকা। ভিতরে ছিল কয়েকটি মিষ্টি। মুম্বই সফর থেকে ফিরে মেয়ের প্রিয় শিক্ষিকার জন্য এই সামান্য কিন্তু আন্তরিক উপহার নিয়ে এসেছেন পড়ুয়ার বাবা। মুহূর্তেই শিক্ষিকার মুখে ছড়িয়ে পড়ে আনন্দের হাসি। ছোট্ট এই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে মন ছুঁয়ে গিয়েছে বহু মানুষের।
ইনস্টাগ্রামে ‘divyadjs762’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের একটি সরকারি স্কুলের। ভিডিওতে দেখা যায়, উপহারের গল্প শুনে শিক্ষিকার চোখেমুখে আবেগ স্পষ্ট হয়ে ওঠে। দামি কোনও জিনিস নয়, বরং ভালবাসা আর সম্মানের প্রকাশ হিসেবেই এই উপহার গ্রহণ করেন তিনি।
ভিডিয়োটি ভাইরাল হতেই নেটপাড়ায় প্রশংসার ঝড় উঠেছে। বহু নেটিজেন মন্তব্য করেছেন, এই ধরনের আন্তরিকতাই শিক্ষক-ছাত্র সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। একজন লিখেছেন, “দামি উপহারের চেয়ে এই কাগজে মোড়া মিষ্টির মূল্য অনেক বেশি।” ছোট্ট এই ঘটনাই আবারও মনে করিয়ে দিল—ভালবাসা আর শ্রদ্ধার কাছে জাঁকজমকের কোনও মূল্য নেই।




















