
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৫ ফেব্রুয়ারি, জলের দরে জমি নেওয়া হয়েছিল কিন্তু চাকরীর প্রতিশ্রুতি রাখেনি প্রজেক্ট কর্তৃপক্ষ। বারবার আবেদন নিবেদন করেও কাজের কাজ না হওয়ায় শনিবার দুর্গাপুরের আই কিউ সিটি হাসপাতালের মূল গেটের বাইরে বিক্ষোভে সামিল হলো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
আন্দোলনকারীদের পক্ষে সুনীল সোরেনের অভিযোগ, প্রতিবার আমরা আন্দোলনে নামি তখন তাদের কর্তৃপক্ষ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঘরে ফিরিয়ে দেয় কিন্তু শনিবার লিখিত প্রতিশ্রুতি না পেলে তারা মূল গেটের সামনে যেভাবে বসে পড়েছেন আর সেখান থেকে তারা উঠবেন না বলে স্পষ্ট হুশিয়ারি দেন তারা।
এদিন শোভাপুর, পারুলিয়া, মুজরকোন্ডা, সহ আশপাশ গ্রামের প্রায় একশো পাঁচটি পরিবার আন্দোলনে সামিল হয়েছে। কেন জমি দেওয়ার সময় তাদের চাকরীর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের ঠকানো হলো এই প্রশ্ন তুলে আন্দোলনকারীরা হাসপাতালের মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হয়, বসে পড়েন প্রজেক্টের বাইরের রাস্তার ওপর। পরিস্থিতি যাতে কোনোরকমে অশান্ত না হয়ে ওঠে তার জন্য প্রচুর পুলিশ মোতায়ন করা হয়। সাথে আই। কিউ সিটি প্রজেক্ট চত্বরের ভেতরে নামানো হয় কমব্যকক্ট ফোর্স।



















