ইংরেজবাজার পুরসভা ডাম্পিং গ্রাউন্ডের কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নিল । দীর্ঘদিন ধরে আটকে থাকা ডাম্পিং গ্রাউন্ডের কাজ সম্পূর্ণ করার প্রয়োজনীয় উদ্যোগ নিল ইংরেজবাজার পুরসভার প্রশাসক কর্তৃপক্ষ। মঙ্গলবার ইংরেজবাজার থানার মহদীপুর গ্রাম পঞ্চায়েতের খাসিমাড়ী এলাকার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী ডাম্পিং গ্রাউন্ডের জায়গা পরিদর্শন করেন পুর প্রশাসক কর্তৃপক্ষ। তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার বিএসএফের পদস্থ কর্তারাও।
সংশ্লিষ্ট পুরসভা সূত্রে জানা গিয়েছে, খাসিমারি গ্রাম সংলগ্ন ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী ফাঁকা জায়গায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৭ সালে। ভারতীয় সীমান্ত বাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরীর কাজে বাধা দেওয়ারও বেশ কিছু সমস্যা তৈরি হওয়ায় মাঝপথে আটকে যায় ইংরেজবাজার পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরীর কাজ।
বর্তমানে মালদা শহর সংলগ্ন বিভিন্ন ফাঁকা ও জায়গায় নিচু জায়গায় ইংরেজবাজার পুরসভার সমস্ত আবর্জনা ফেলা হচ্ছে। যেখানে সেখানে শহরের আবর্জনা ফেলা সমস্যা বাড়ছে সাধারণ মানুষের। অবশেষে সেই অর্ধ সমাপ্ত ডাম্পিং গ্রাউন্ড কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিল পুরসভা।
আর ও পড়ুন শ্বশুরবাড়ির নির্যাতনে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধু
মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপারসন চৈতালি সরকারসহ সংশ্লিষ্ট পুরসভা ইঞ্জিনিয়ারেরা বিএসএফ কর্তাদের সঙ্গে নিয়ে ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাটি পরিদর্শন করেন। পরিদর্শন করার পর বিএসএফের পক্ষ থেকে সবুজ সঙ্কেত দেওয়ায় পুনরায় সেখানে কাজ তৈরি করার উদ্যোগ নিতে চলেছে ইংরেজবাজার পুরসভা।
ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারপার্সন চৈতালি সরকার জানিয়েছেন, মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনা আপাতত ইংরেজবাজারের বাইপাস রোড সংলগ্ন ফাঁকা জমিতে ফেলা হচ্ছে। পুরসভার ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বিগত দিনে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছিল বিএসএফের পক্ষ থেকে যার জন্য সেই কাজ সম্পন্ন করা যাচ্ছিল না এদিন বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং নতুন করে ডাম্পিং গ্রাউন্ড তৈরির বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে বিএসএফের পক্ষ থেকে সবুজ সঙ্কেত মিলেছে আশা করছি খুব শীঘ্রই অর্ধসমাপ্ত এই ডাম্পিং গ্রাউন্ড এর কাজ শুরু করে দেওয়া হবে যার ফলে আগামীতে শহরের আবর্জনা জঞ্জাল ফেলার ক্ষেত্রে কোন রকম সমস্যা থাকবে না।
উল্লেখ্য, ইংরেজবাজার পুরসভা ডাম্পিং গ্রাউন্ডের কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নিল । দীর্ঘদিন ধরে আটকে থাকা ডাম্পিং গ্রাউন্ডের কাজ সম্পূর্ণ করার প্রয়োজনীয় উদ্যোগ নিল ইংরেজবাজার পুরসভার প্রশাসক কর্তৃপক্ষ। মঙ্গলবার ইংরেজবাজার থানার মহদীপুর গ্রাম পঞ্চায়েতের খাসিমাড়ী এলাকার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী ডাম্পিং গ্রাউন্ডের জায়গা পরিদর্শন করেন পুর প্রশাসক কর্তৃপক্ষ। তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার বিএসএফের পদস্থ কর্তারাও।
সংশ্লিষ্ট পুরসভা সূত্রে জানা গিয়েছে, খাসিমারি গ্রাম সংলগ্ন ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী ফাঁকা জায়গায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৭ সালে। ভারতীয় সীমান্ত বাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরীর কাজে বাধা দেওয়ারও বেশ কিছু সমস্যা তৈরি হওয়ায় মাঝপথে আটকে যায় ইংরেজবাজার পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরীর কাজ।