রাজ্যে এখুনি কাটছে না দুর্যোগের কালো ছায়া। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখা, এই দুইয়ের জেরেই রাজ্যে জারী রয়েছে বৃষ্টির আবহাওয়া। টানা বৃষ্টির জেরে আগে থাকতেই বাংলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে। তারউপর লাগাতার বৃষ্টি আরও বাড়িয়ে দিয়েছে সেই জলস্তর। যার যেরে বন্যা পরিস্থিতি আরও বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের এখনো বহু এলাকা জলের তলায় রয়েছে।
বৃষ্টির জেরে গ্রাম বাংলার বিভিন্ন এলাকার পাশাপাশি ভাসছে শহর কলকাতাও। জল জমার ফলে সমস্যায় পড়েছেন বেশকিছু এলাকাবাসী। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশের কিছুটা উন্নতি হবে জানাছে আলিপুর হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে জারী থাকবে বৃষ্টি পরিস্থিতি।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল প্রায় ৯৪ শতাংশ। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের মতো আজও কলকাতা সহ বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিলো হাওয়া অফিস।